ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিপিবির নয়া সম্পাদক শাহ আলম

প্রকাশিত: ০৮:০৩, ২৯ মে ২০১৭

সিপিবির নয়া সম্পাদক শাহ আলম

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে। সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলমকে নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে; কংগ্রেসে নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদকে করা হয়েছে সভাপতিমণ্ডলীর সদস্য। ‘অসুস্থতাজনিত’ কারণে জাফর আহমেদ অব্যাহতি চাওয়ায় দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে রবিবার সিপিবির এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে এক মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছিলেন জাফর। নতুন সাধারণ সম্পাদক শাহ আলম দীর্ঘদিন ধরে সভাপতিমণ্ডলীতে রয়েছেন। গত শুক্র ও শনিবার সিপিবির কেন্দ্রীয় কমিটির দুদিনের সভায় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দনকে সহকারী সাধারণ সম্পাদক পদে আনার সিদ্ধান্ত হয়েছে। সাবেক ছাত্রনেতা চন্দনের পদে পরিবর্তনের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে এসেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন। কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবিব লাবলু ও জলি তালুকদারকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মনোনীত করা হয়েছে। তাদের সঙ্গে সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন এবং খুলনা জেলার অরুণা চৌধুরী অন্তর্ভুক্ত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে। সিপিবি সভাপতি সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক রিপোর্ট ও রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্তগুলো গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
×