ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্দুকধারীর গুলিতে মিসিসিপিতে নিহত ৮

প্রকাশিত: ০৭:৩৪, ২৯ মে ২০১৭

বন্দুকধারীর গুলিতে মিসিসিপিতে নিহত ৮

জনকন্ঠ ডেস্ক ॥ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লিঙ্কন কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে স্থানীয় এক ডেপুটি শেরিফসহ আট ব্যক্তি নিহত হয়েছে। লিঙ্কন কাউন্টির পৃথক তিনটি স্থানে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। লিঙ্কন কাউন্টির ইতিহাসে এটি এ পর্যন্ত সবচেয়ে বড় অপরাধের ঘটনা বলে স্থানীয় পত্রিকা জানিয়েছে। খবর বিবিসির। রবিবার সকালে কোরি গডবোল্ড নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি এ ঘটনার জন্য দুঃখিত বলে স্থানীয় একটি পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, আমি যা করেছি সেজন্য আমার আর বেঁচে থাকা উচিত নয়। কর্তৃপক্ষ জানায়, এই হত্যাকা-ের পেছনে কোন উদ্দেশ্য আছে কিনা তা এখনও জানা যায়নি। গুলিবর্ষণে নিহত ডেপুটি শেরিফের নাম উইলিয়াম ডার (৩৬)। পুলিশ জানিয়েছে, বোগ শিটো নামকস্থানে গুলিবর্ষণস্থলে ডার এবং তিন নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী গুলিবর্ষণের ঘটনা ঘটে ব্রুকহ্যাভেনে। এখানে দুই কিশোরের মৃতদেহ পাওয়া যায়। তৃতীয় ঘটনাস্থল হলো ইস্ট লিঙ্কন। এখানে এক নারী ও এক পুরুষ গুলিতে নিহত হয়। ১৬ বছরের এক কিশোরকে জিম্মি করা হয়েছিল, সে এখন নিরাপদে রয়েছে। মিসিসিপির গবর্নর ফিল ব্রায়ান্ট এ ঘটনাকে একটি ‘কা-জ্ঞানহীন ও মর্মান্তিক’ ঘটনা বলে অভিহিত করেছেন।
×