ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

(পূর্ব প্রকাশের পর)

নবম-দশম শ্রেণির রসায়ন

প্রকাশিত: ০৭:০৮, ২৯ মে ২০১৭

নবম-দশম শ্রেণির রসায়ন

৩৯। অতি অল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে নিচের কোন্টি উৎপন্ন হয়? (ক) কার্বন-ডাই-অক্সাইড (খ) কার্বন মনোঅক্সাইড (গ) ক্লোরো ফ্লোরো কার্বন (ঘ) নাইট্রাস অক্সাইড ৪০। নিচের কোন্ গ্যাসটি বায়ুর সঙ্গে মিশে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করছে? (ক) কার্বন-ডাই-অক্সাইড (খ) কার্বন মনো অক্সাইড (গ) ক্লোরো ফ্লোরো কার্বন (ঘ) নাইট্রাস অক্সাইড ৪১। কাঠ ও কয়লা পোড়ালে নিচের কোন্টি পাওয়া যায়? (ক) বালি কণা (খ) কার্বন কণা (গ) মাটি কণা (ঘ) জৈব কণা ৪২। কলকারখানা ও যান্ত্রিক যানবাহন থেকে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? (ক) কার্বন মনো অক্সাইড (খ) নাইট্রাস অক্সাইড (গ) হাইড্রোজেন সালফাইড (ঘ) কার্বন-ডাই-অক্সাইড ৪৩। নিচের কোন্টি অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ নয়? (ক) বিষয়বস্তু নির্ধারণ (খ) কাজের পরিকল্পনা প্রণয়ন (গ) ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ (ঘ) বিষয়বস্তুর অপকারি ও ক্ষতিকর দিক সম্পর্কে জ্ঞান ৪৪। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপটি হলোÑ (ক) বিষয়বস্তু নির্ধারণ (খ) পরীক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহ (গ) তথ্য-উপাত্ত এর সংগঠন ও বিশ্লেষণ (ঘ) বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব ৪৫। অনুসন্ধান গবেষণার প্রথম ধাপ কোন্টি? (ক) কাজের পরিকল্পনা প্রণয়ন (খ) বিষয়বস্তু নির্ধারণ (গ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান (ঘ) বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণাকরণ ৪৬। অনুসন্ধান ও গবেষণা কার্যক্রমের দ্বিতীয় ধাপ কোন্টি? (ক) কাজের পরিকল্পনা গ্রহণ (খ) পরীক্ষণ কার্যক্রমের প্রস্তুতি (গ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন (ঘ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা ৪৭। অনুসন্ধান ও গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করা হয় কী উদ্দেশ্যে? (ক) মানব সমাজের কল্যাণের কথা চিন্তা করে (খ) অর্থ উপার্জনের জন্য (গ) শিক্ষাগত ডিগ্রি অর্জনের জন্য (ঘ) গবেষকের পদোন্নতির জন্য ৪৮। গবেষণার প্রত্যাশিত ফলাফল সম্পর্কে আগাম ধারণা লাভের প্রয়োজনীয়তা কী? (ক) কাজের পরিকল্পনা প্রণয়ন (খ) গবেষণার অনুক্রম নির্ধারণ (গ) পরীক্ষণের জন্য রাসায়নিক পদার্থ সংগ্রহকরণ (ঘ) পরীক্ষণ কাজে অগ্রগতি নিবারণ ৪৯। রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ ও ব্যবহারের একটি সার্বজনীন নিয়ম চালুর জন্য জাতিসংঘের উদ্যোগে কোন্ সম্মেলন অনুষ্ঠিত হয়? (ক) রসায়ন ও এর অগ্রগতি (খ) পরিবেশ ও রসায়ন (গ) পরিবেশ ও উন্নয়ন (ঘ) রাসায়নিক দ্রব্য সংরক্ষণ পদ্ধতি ৫০। জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? (ক) ১৯৯১ (খ) ১৯৯২ (গ) ১৯৯৩ (ঘ) ১৯৯৪ ৫১। কোন রাসায়নিক পদার্থের সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার পাত্রের গায়ে সাঙ্কেতিক চিহ্ন প্রদানের উদ্দেশ্য কোন্টি? (ক) সাঙ্কেতিক চিহ্ন দ্বারা সহজেই পদার্থের ব্যবহারবিধি জানা যায় (খ) সাঙ্কেতিক চিহ্ন দ্বারা পদার্থের কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় (গ) সাঙ্কেতিক চিহ্ন দ্বারা পদার্থের আণবিক গঠন সম্পর্কে ধারণা করা যায় (ঘ) লেবেল দেখে বোঝা যায় যে, এটি একটি মূল্যবান পদার্থ ৫৪। বিপজ্জনক সাঙ্কেতিক চিহ্ন বিশিষ্ট কোন্ পাত্রের গায়ের লেবেল দেখে কী বোঝা যাবে? (ক) এটি দাহ্য পদার্থ (খ) এটি একটি মারাত্মক বিষাক্ত পদাথ (গ) এটি জীবের জন্য সংবেদনশীল (ঘ) এটি পরিবেশ দূষণ ঘটায় ৫৫। তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে বলা হয়Ñ (ক) টেট্রফয়েল (খ) ডাইফয়েল (গ) ট্রাইফয়েল (ঘ) ট্রিফয়েল ৫৬। লোহার মরিচা ধরাÑ (র) একটি রাসায়নিক বিক্রিয়া (রর) ভৌত পরিবর্তন (ররর) জলীয়বাষ্প ও অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয় নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর (সঠিক উত্তর নীচে দাগ দ্বারা চিহ্নিত)
×