ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিহির রঞ্জন তালুকদার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি

প্রকাশিত: ০৭:০৭, ২৯ মে ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট। পরীক্ষক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। আজ প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। (পূর্ববর্তী প্রকাশের পর) ৮১. ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কোনটি সঠিক? র. এতে সৃষ্ট বাস্তবতাকে স্পর্শ করা যায় রর.এর দ্বারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করা যায় ররর. এটি হল কৃত্রিম বাস্তবতা নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৮২. সামাজিক যোগাযোগ ওয়েবসাইট নয় কোনটি? ক. জোরফিয়া খ. ফেইসবুক গ. টুইটার ঘ. ইয়াহু ৮৩. কোনটিতে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়? ক. সিম নিবন্ধনে খ. ঔষুধ প্রস্তুত করতে গ. নতুন উন্নত প্রাণী সৃষ্টিতে ঘ. সোলার এনার্জি তৈরি করতে ৮৪. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় র. বিনোদনের ক্ষেত্রে রর. কৃত্রিম অনুভূতি সৃষ্টিতে ররর. ত্রিমাত্রিক ডিজাইনে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৮৫. বিশ্বগ্রামের প্রধান উপকরণ কোনটি? ক. বিদ্যুৎ খ. ইন্টারনেট গ. স্যাটেলাইট ঘ. কম্পিউটার ৮৬.অতি শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করাকে বলা হয় ক. বায়োমেট্রিক্স খ. ক্রায়োসার্জারি গ. বায়ো ইনফরমেটিক্স ঘ. কোনটিই নয় ৮৭. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? ক. ৪ খ. ৩ গ. ২ ঘ. ১ ৮৮. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? ক. ইঅঝওঈ খ. খওঝচ গ. ঋঙজঞঅঘ ঘ. চঅঝঈঅখ ৮৯. কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন ক্ষমতাকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়? ক. ঐবাৎরংঃরপ খ. খওঝচ গ. চৎড়মৎধস ঘ. চঅঝঈঅখ ৯০. ক্রায়োসার্জারির অন্য নাম কী? ক. ক্রায়োথেরাপি খ. নাইট্রোজেন থেরাপি গ. ফিজিওথেরাপি ঘ. ফিজিওসার্জারি উত্তরমালা:
×