ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অগ্নি দুর্ঘটনা রোধে কার্যকর স্নিফার ডিভাইস

প্রকাশিত: ০৭:০৩, ২৯ মে ২০১৭

অগ্নি দুর্ঘটনা রোধে কার্যকর স্নিফার ডিভাইস

প্রায়শই খবরের কাগজে ছাপা হয় গ্যাসের আগুনে পুড়ে মারা যাওয়ার খবর। আর এই দুর্ঘটনাগুলো হয় রান্না ঘরের গ্যাস থেকেই বেশি। এক হিসাব মতে দুর্ঘটনার সংখ্যা প্রতি ২ ঘণ্টায় একটি! অর্থাৎ প্রতি দুই ঘণ্টায় আমাদের একটি পরিবার এমন দুর্ঘটনায় মুখোমুখি হচ্ছেন। সুখবর হচ্ছে- এ আতঙ্কিত সমস্যাটির সমাধানে প্রযুক্তি সেবা নিয়ে এসেছে জলপাই ইলেকট্রনিক্স। সম্প্রতি জিপি এক্সেলারেটরের প্রোগ্রামে জায়গা করে নিয়েছে এ সেবা পণ্যটি। এটি হচ্ছে স্নিফার। প্রতিষ্ঠানটির সিইও রেজাউল কবির বলেন, গত বছর উত্তরার একটি বাসায় গ্যাস নিঃসরণ হয়ে দুর্ঘটনা ঘটে। তখন বিষয়টি সমাধানে আমরা সচেষ্ট হই। পরে একটি যন্ত্র আবিষ্কার করি, যা এ দুর্ঘটনা প্রতিরোধ করতে পারবে এবং খুব অল্প সময়ে বেশ সাড়া ফেলে। আমাদের ঘরোয়া বা বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে এটি। স্নিফার একটি গ্যাস লিক চিহ্নিত করার এ্যালার্ম, যা নির্ধারিত গ্যাস নিঃসরণের মাত্রা ছাড়িয়ে গেলেই সঙ্কেত প্রদান করে। ডিভাইসটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কাঠ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে জলপাই ইলেকট্রনিক্সের সিইও রেজাউল কবির বলেন, ‘এনক্লোজার বা কেসিং বানাতে গিয়ে একটা ধাক্কা খেলাম। প্লাস্টিক ইনজেক্টেড মোল্ড নিয়ে কাজ করে এরকম বেশ কয়েকটা প্রতিষ্ঠান থেকে নমুনা নিয়ে কোনভাবেই উন্নতমানের একটা কেসিং বানাতে পারলাম না। একে তো খুবই নিম্নমানের প্লাস্টিক তার ওপরে চড়া দাম। কিছুতেই পছন্দ হচ্ছিল না। যেনতেন একটা কিছু করে নিজের পণ্যের মান কমাব না এটা শুরু থেকেই ঠিক করে রেখেছিলাম। দেশে এ ধরনের ডিভাইসের যথেষ্ট চাহিদা রয়েছে।’ বর্তমানে দেশের বাজারে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। গত ডিসেম্বর থেকে প্রি-অর্ডার নিয়েছিল জলপাই ইলেকট্রনিক্স। এই প্রসঙ্গে রেজাউল কবির বলেন, ‘গত বছরের শেষের দিকে আমরা প্রিঅর্ডার নেয়া শুরু করি। প্রি-অর্ডারের অভাবনীয় সফলতার পর বাণিজ্যিকভাবে কিভাবে পণ্যটি সফল হবে এবং কিভাবে বাজারজাত করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে, কিভাবে কাস্টমারের বাসায় গিয়ে ডিভাইসটি লাগিয়ে দেয়া যায় ইত্যাদি বিষয়ে নিজে থেকেই এগিয়ে এসেছেন অনেক প্রতিষ্ঠান।’ পণ্যটি নিয়ে আগামী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘এ ধরনের ডিভাইস দেশে অনেক আগে থেকেই ব্যবহার করা উচিত ছিল। আমি বলব না যে, আপনারা আমাদের পণ্যটিই কিনে নেন। আমি বলব, আপনারা সচেতন হোন। এ ধরনের একটি ডিভাইসের মাধ্যমে আপনার পরিবার একটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেতে পারে। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে ডিভাইসটির জনপ্রিয়তা বাড়ানো ও জনসচেতনতা বাড়ানো নিয়ে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ- ফোন: ০১৭৭৮০০০০৪৪, িি.িলড়ষঢ়র.রড় -যাপিত ডেস্ক
×