ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নজরুলজয়ন্তী

প্রকাশিত: ০৬:৫৯, ২৯ মে ২০১৭

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নজরুলজয়ন্তী

সংস্কৃতি ডেস্ক ॥ জাতীয় কবি, দ্রোহের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে বিশেষ কর্মসূচী পালন করা হয়। প্রথমেই বগুড়ায় কবির আগমনকে স্মরণীয় করে রাখতে তার ছবি সম্বলিত একটি ফলক উন্মোচন করেন সংস্কৃতিকর্মীরা। এরপর কবির স্মরণে নজরুল সঙ্গীত পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার কার্যনির্বাহী সদস্য কণ্ঠশিল্পী প্রণব সান্যাল এবং কলেজ থিয়েটার বগুড়ার নাট্যকর্মী তন্ময় সূত্রধর। কবির বাকরুদ্ধ হওয়ার আগে দেয়া শেষ বক্তব্য পড়ে শোনান বগুড়া থিয়েটারের দফতর সম্পাদক কনক কুমার পাল অলক এবং কবিতা আবৃত্তি করে লিটল থিয়েটারের নাট্যকর্মী মিজবাহ চৌধুরী মুগ্ধ, রাকিবুজ্জামান,আদনান বিন জায়েদ, সুমাইয়া আফরিন জুঁই, মালিহা ইসলাম, তাসমিয়া হক সাবা,আফিয়া ফারজানা সাম্মি। কবির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মৌসুমী নৃত্যশ্রমের নৃত্যশিল্পী জেসিকা বিশ্বাস জেসি, প্রীতি সাহা, মাসকুরাত মুনিয়াত মুন, দেবী সরকার। ক্রিয়েটিভ কালচার একাডেমির নৃত্যশিল্পী মিফতাহুল ফেরদৌস নায়লা, আনিকা আফরার, নাজিফা আনজুম মৌনতা, সারাফ সাফওয়ানা আকসা। এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল পরিষদ বগুড়ার সভাপতি মন্তেজার রহমান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী।
×