ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে ‘ফাইনাল’ জয় ডর্টমুন্ডের

প্রকাশিত: ০৬:৫৪, ২৯ মে ২০১৭

অবশেষে ‘ফাইনাল’ জয় ডর্টমুন্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ গত তিন বছর ধরেই জার্মান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু দুর্ভাগ্য তাদের। তিন ফাইনালের সবকটিতেই হেরেছে তারা। তবে এবার ফাইনাল জয়ের অপেক্ষা ঘুচলো ডর্টমুন্ডের। শনিবার শিরোপা জয়ের লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ড ২-১ গোলে হারায় এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। এইনট্রাখটের বিপক্ষে এদিন ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচ শুরুর ৮ মিনিটেই ওসমান ডেম্বেলের গোলে প্রথম এগিয়েও যায় থমাস টাচেলের শিষ্যরা। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি এইনট্রাখট। প্রথমার্ধের ২৯ মিনিটে এ্যান্তে রাবিক গোল করলে সমতায় ফিরে তারা। প্রথমার্ধে অবশ্য আর কোন দলই গোলের দেখা পায়নি। যে কারণে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির পরও লড়াই চলে সমানে সমান। তবে ৬৭ মিনিটে পেনাল্টিতে গোল করে বরুশিয়া ডর্টমুন্ডকে এগিয়ে দেন পিয়েরে এমেরিক অবামেয়াং। শেষ পর্যন্ত এই গোলের সৌজন্যেই শিরোপা জয়ের আনন্দে ভাসে জার্মান জায়ান্টরা। চলতি মৌসুমে অবামেয়াংয়ের এটা ৪০তম গোল। আর ডর্টমুন্ডের জার্সিতে গত চার মৌসুমে ১৯০ ম্যাচ খেলা অবামেয়াংয়ের ১২০তম গোল। জার্মান বুন্দেসলিগার জায়ান্ট ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। তবে গুঞ্জন এটাই নাকি বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে তার শেষ ম্যাচ। কেননা তাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই উঠেপড়ে লেগেছে বিশ্বের বেশ কয়েকটি ক্লাব। যাদের মধ্যে রয়েছে ফ্রেঞ্চ লীগ ওয়ানের প্যারিস সেন্ট জার্মেই, ইতালিয়ান সিরি’এ লীগের এসি মিলান এবং চীনের তিয়ানজিন কুয়ানজিয়ান। এবার ওয়ানডে ম্যাচে ট্রিপল সেঞ্চুরি স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানী ক্রিকেটার বিলাল ইরশাদ প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের কোন প্রতিযোগিতামূলক ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছেন। পিসিবি ফজল মাহমুদ ইন্টার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এই কীর্তি গড়ে রেকর্ড বুকে নাম লেখান বিলাল। বিলাল ক্রিকেট খেলার পাশাপাশি একটি ছোট মোবাইলের দোকানে কাজ করেন। শাহিদ আলম বুক্স ক্রিকেট ক্লাবের হয়ে আল রেহমান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭৫ বলে ৩২০ রানের এক পাহাড় সমান ইনিংস খেলেন বিলাল।
×