ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের কাছে সেই হার এখনও পোড়ায় শচীনকে

প্রকাশিত: ০৬:৫১, ২৯ মে ২০১৭

বাংলাদেশের কাছে সেই হার এখনও পোড়ায় শচীনকে

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে ভারতের হেরে যাওয়ার স্মৃতি কিছুতেই ভুলতে পারেন না শচীন টেন্ডুলকর। ওই ঘটনা কিংবদন্তি এই ক্রিকেটারকে আজও পোড়ায়। সেদিনের হারের জন্য কোচ গ্রেগ চ্যাপেলকে দায়ী করেন তিনি। শুক্রবার মুক্তি পাওয়া শচীনের বায়োপিক, শচীন ঃ আ বিলিয়ন ড্রিমসে তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি বাংলাদেশের বিপক্ষে আমরা ম্যাচ হারব। সত্যি বলতে তখন আমরা একটি দল হিসেবে ছিলাম না। আমি বোর্ডের গুরুত্বপূর্ণ এক কর্মকর্তাকে বলেছিলাম, আমরা মোটেই ভাল অবস্থায় নেই।’ ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বাংলাদেশের পর শ্রীলঙ্কার কাছে হারে বিদায় নিশ্চিত হয় শক্তিধর ভারতের। প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে খেলে তাক লাগিয়ে দেয় টাইগাররা। পোর্ট অব স্পেনেন সেদিন তারকাসমৃদ্ধ ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। আর এমন হারের পরই মূলত বিশ্ব আসরে বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল হট-ফেবারিট টিম ইন্ডিয়ার। ভারতের সেই দলে খেলেছেন শচীন, সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, জহির খান ও মাহেন্দ্র সিং ধোনির মতো বড় মাপের তারকারা। তবু তারণ্যনির্ভর বাংলাদেশ দলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমদের মতো নবীনদের ঝলকে ৫ উইকেটের জয়ে ইতিহাস গড়ে টাইগাররা। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। কোচ চ্যাপেলে নাখোশ শচীন আরও বলেছেন, ‘চ্যাপেল আমাদের দলকে যেভাবে পরিচালনা করছিল, তাতে বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারই আপত্তি জানিয়েছিল। বিশ্বকাপের মাত্র একমাস আগে তিনি দলের ব্যাটিং অর্ডারে ব্যাপক পরিবর্তন আনেন, যাতে বাজেভাবে প্রভাবিত হয় দল। অন্য দলগুলো যেখানে অনুশীলন শুরু করছিল, সেখানে আমরা তখনও পরীক্ষা চালাচ্ছিলাম।’ গ্রেগ চ্যাপেলের কোচিং নিয়ে গ্রেট শচীন মোটেও সন্তুষ্ট ছিলেন না।
×