ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সরফরাজ

প্রকাশিত: ০৬:৪৯, ২৯ মে ২০১৭

আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান। বিশ্বক্রিকেটের বড় ‘আনপ্রেডিক্টেবল’ দল। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ছুড়ে দেয়া ৩৪১ রানের বিশাল স্কোর টপকে ২ উইকেটের জয় পেয়েছে পাকিরা। দেশটির গণমাধ্যম এটিকে অপ্রত্যাশিত প্রাপ্তি বলে অভিহিত করলেও আত্মবিশ্বাসী অধিনাযক সরফরাজ আহমেদ এভাবেই এগিয়ে যেতে চান। কেবল প্রস্তুতি পর্ব বা বহুল আলোচিত ভারতের বিপক্ষেই নয়, রঙিন পোশাকের পাকিস্তান অধিনায়কের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়। ‘আমাদের হারানোর কিছু নেই। আমরা শুধু আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও দারুণ ক্রিকেট খেলেছি। আশাবাদী, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভাল খেলতে পারব। অনেকে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা করছে। কিন্তু আমরা এখানে দু’একটা ম্যাচ খেলতে আসিনি, শিরোপা জেতাই একমাত্র লক্ষ্য।’ সংবাদ মাধ্যমকে বলেন সরফরাজ। ৪ জুন এই এজবাস্টনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। সেই ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী সরফরাজ, ‘অন্য টুর্নামেন্টে যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে আমাদের রেকর্ড ভাল (তিনবারের সাক্ষাতে দুবার জয়ী)। আশা করি আমরা টুর্নামেন্টটা জয় দিয়েই শুরু করতে পারব। তবে এই ম্যাচ নিয়ে বাড়তি বা বিশেষ কোন ভাবনা নেই। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব।’ কিছুদিন আগেই আজহার আলীর কাছ থেকে পাকিস্তানের ওয়ানেড অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। এরপর চমৎকার খেলেছে তার দল। সরফরাজ বলেন, ‘অধিনায়ক হিসেবে এটাই আমার বড় টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্মরণীয় কিছু করতে চেষ্টা করব। ব্যাটিং-বোলিংয়ে আমাদের দলটাও এখন বেশ ভারসাম্যপূর্ণ।’ এত রান তাড়া করে বাংলাদেশকে যেভাবে হারিয়েছে সেটি তাদের আরও বেশি করে আত্মবিশ্বাসী করে তুলবে। কেউ সেঞ্চুরি পাননি। তবে সম্মিলিত প্রচেষ্টাতেই প্রথম প্রস্তুতি ম্যাচের ওই সাফল্য। দুই অর্ভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক ৭২, মোহাম্মদ হাফিজ ৪৯, আহমেদ শেহজাদ ৪৪, ইমাদ ওয়াসিম ৪৫ রান করেন। তবে শেষদিকে মাত্র ৩০ বলে অপরাজিত ৬৪ রান করে বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য জয়ের কারিগর নবীন ফাহিম আশরাফ। ১৫ বলে ২৭ রান করেন হাসান আলী। বিফলে যায় তামিম ইকবালের (১০২) সেঞ্চুরি। তবে ঠিকই সরফরাজের প্রশংসা পেয়েছে বদলে যাওয়া বাংলাদেশ। পাকি অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ খুবই ভাল দল। গত দুই-আড়াই বছরে তারা অসাধারণ ক্রিকেট খেলছে।’ এই যে প্রশংসা, স্তুতি, এটা অর্জন করে নিয়েছে টাইগাররা। ২০১৫ বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের পতাকা পতপত করে উড়ছে। যার ফসল হিসেবে বাংলাদেশ উঠে এসেছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। অন্যদিকে সরফরাজের পাকিস্তানও বাংলাদেশের দুই ধাপ নিচে, রয়েছে ৮ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলকে প্রবল প্রতিপক্ষের মর্যাদা না দিয়ে উপায় কি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে আজ শক্তিধর অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। দুই দলের জন্যই নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ বলে দাবি করেন সরফরাজ, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য আরও একটি সুযোগ। আমরা ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
×