ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগমারায় বিএনপির নবগঠিত কমিটি বাতিল দাবি

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ মে ২০১৭

বাগমারায় বিএনপির নবগঠিত কমিটি বাতিল দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলা বিএনপির সভাপতিকে ৫ লাখ টাকা না দেয়ায় বাগমারার তাহেরপুর পৌর বিএনপির নবগঠিত কমিটিতে যোগ্যদের ঠাঁই হয়নি বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। তারা অভিযোগ করেন শুধু টাকা না দেয়ার কারণে দলের যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য ও অবাঞ্ছিতদের কমিটিভুক্ত করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বাগমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি জেলা বিএনপির কমিটি ঘোষিত হওয়ার পর তাহেরপুর পৌর বিএনপির নেতারা জেলা সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তপু জেলা বিএনপির অপর এক নেতার মাধ্যমে সাইফুল ইসলামকে তাহেরপুর পৌর বিএনপির সভাপতি করার শর্তে নগদ পাঁচ লাখ টাকা দাবি করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় তপুর নির্বাচনী খরচ হিসেবে আরও পাঁচ লাখ টাকাও দাবি করা হয়। এ প্রেক্ষিতে তারা টাকা দিতে অস্বীকার করে চলে আসেন। পরবর্তীতে গত ২৭ মে সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক ঘরে বসে তাহেরপুর পৌর বিএনপির ২৫ সদস্য আংশিক কমিটি অনুমোদন দেন। ঘোষিত ওই কমিটিতে সভাপতি করা হয়েছে দুই বছর আগে অবাঞ্ছিত শামসুর রহমান মিন্টুকে। সংবাদ সম্মেলনে ঘোষিত ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আগামী সাতদিনের মধ্যে তাহেরপুরে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ তাহেরপুর পৌর ছাত্রদলের সভাপতি এএম আরিফ, স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মাদ নুরু, ইদ্রিস আলী বাগাতি, মোজাম্মেল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। বিরলে তিনদিনের ব্যবধানে ফের প্রেমিক যুগলের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মাত্র তিনদিনের ব্যবধানে বিরল উপজেলায় আবারও একই রশিতে আত্মহত্যার পথ বেছে নেয় প্রেমিক-প্রেমিকা। বিরল থানার ওসি আবদুল মজিদ জানান, রবিবার দুপুরে এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে শীষগ্রামে এক কদম গাছে একই রশিতে ঝুলন্ত প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করা হয়েছে। শহরগ্রামের অতিন চন্দ্র রায়ের পুত্র চন্দন কুমার রায় ও মাদারীগ্রামের নীলকান্ত দেবশর্মার মেয়ে ছায়ারানী দেবশর্মা পারিবারিকভাবে প্রেমের স্বীকৃতি না পাওয়ায় একই রশিতে আত্মহননের পথ বেছে নেয়। মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর চন্দন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ছায়ারানী অকৃতকার্য হয়। লাশ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে বিরল উপজেলার সাকোইর গ্রামের আম গাছে একই রশিতে আত্মহত্যা করে প্রেমিক রাকিব বাবু ও প্রেমিকা পূর্ণিমা রানী পাল। নীলফামারীতে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গী আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দীর্ঘদিন পলাতক থাকা জঙ্গী হামলার প্রশিক্ষণপ্রাপ্ত সক্রিয় জেএমবির সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা। রবিবার দুপুর ১টার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট বাজার হতে ওই জঙ্গীকে আটক করা হয়। আটক জঙ্গী সদস্য সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের আফসার উদ্দিনের ছেলে শাহীন ইসলাম (৩৮)। বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহীনুর কবীর জানান, নীলফামারী থানার এজাহার ও চার্জশীটভুক্ত উক্ত জঙ্গী দীর্ঘদিন থেকে পলাতক ছিল। ভেজালবিরোধী অভিযান স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর বাজারে রমজানের প্রথমদিনে রবিবার ভেজালবিরোধী অভিযান হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা স্যানিটারি ইন্সপেকটর নাসরিন সুলতানা লিলির নেতৃত্বে পরিচালিত অভিযানে খাবার অনুপযোগী প্রায় ৫ মণ খেজুর ও ল্যাকটোমিটারের পরীক্ষা করে পানি মেশানো তরল দুধ নষ্ট করে দেয়া হয়। এছাড়া বাজারের গুড় পট্টি ও ইফতারসামগ্রীর দোকানগুলোতে ভেজাল না মেশানোর জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৮ মে ॥ রবিবার দুপুরে মহম্মদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ১শ’ বান্ডিল ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। মহম্মদপুর উপজেলার নহাটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন। উপজেলার নহাটায় গত বছর ২০১৬ সালের ২১ আগস্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ১শ’ বান্ডিল ঢেউটিন ও তিন লাখ টাকার চেক বিতরণ করা হয়। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
×