ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কয়রায় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ মে ২০১৭

কয়রায় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কয়রা উপজেলার সদর ইউনিয়নের কপোতাক্ষ নদের ঘাটাখালি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা লোনা পানিতে প্লাবিত হয়েছে। রবিবার বিকেল তিনটা পর্যন্ত বাঁধ আটকানোর চেষ্টা করেও তা সম্ভব হয়নি। জানা গেছে রবিবার ভোর রাতে প্রবল জোয়ারের চাপে পাউবোর ১৩-১৪/২ পোল্ডারের কপোতাক্ষ নদ সংলগ্ন ঘাটাখালি গ্রামের সোহরাব শেখের বাড়ী সংলগ্ন দুর্বল বেড়িবাঁধের প্রায় দেড়’শ ফুট জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ঘাটাখালি, গোবরা পূর্ব চক, হরিনখোলা ও ২নং কয়রা গ্রাম লোনা পানিতে প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিকল্প রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন। ইউপি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৪ মে ঘাটাখালি বেড়িবাঁধের টেন্ডার সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড। টেন্ডারের পর থেকে বার বার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ঠিকাদার পাঠাতে অনুরোধ করা সত্ত্বেও সময়মতো বাঁধের কাজ না করায় ভাঙ্গনের কবলে পড়তে হয়েছে এলাকার মানুষদের। এ জন্য তিনি পাউবোকে দায়ী করেন। স্থানীয় ইউপি সদস্য আলহাজ আব্দুল গফফার ঢালী জানান, রবিবার বিকেল পর্যন্ত তিনটি গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তা ছাড়া প্রায় ৩ শতাধিক মৎস্য ঘের, চলতি আউশ মৌসুম ধানসহ বিভিন্ন শাকশবজির ক্ষেত লোনা পানিতে তলিয়ে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এলাকার সাধারণ মানুষ। এ মুহূর্তে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ আটকানো না গেলে কয়রা সদরসহ বিভিন্ন এলাকা লোনা পানিতে তলিয়ে যাবে।
×