ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে দুই যুবক খুন ॥ জখম ১৫

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ মে ২০১৭

ফরিদপুরে দুই যুবক খুন ॥ জখম ১৫

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ মে ॥ সদর ও সালথা উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ জানিয়েছে, ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে দুগ্রুপের সংঘর্ষে ছরো মাতবর (৩২) নিহত হয়েছে। এ সময় আরও ১৫ জন আহত হয়। নিহত ছরো লক্ষণদিয়া গ্রামের মৃত. স্বাধীন মাতবরের ছেলে। স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৯টায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সঙ্গে একই এলাকার হাফিজুল মাতুব্বরের পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দেশী অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ছরো মাতবরের মৃত্যু হয়। এ সময় অন্তত পাঁচটি বাড়িঘর ভাংচুর করা হয় এবং চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রবিবার সকালে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের হঠাৎ বাজার এলাকার বেড়িবাঁধের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। স্থানীয়রা অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ঘাতকরা যুবককে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। লাশের পাশ থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে ছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, মহানগরীর সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার বিল থেকে নিখোঁজের একদিন পর নাজমুল ইসলাম (১৩) নামে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুুলিশ। রবিবার বেলা আড়াইটায় ডোবা থেকে ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী দাখিল মাদ্রাসার ছাত্র নাজমুল ইসলাম শনিবার সকালে মাদ্রাসায় যায়। কিন্তু মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়ি ফিরে এসে তার বাবার কাছ থেকে ১০ টাকা নিয়ে আবারও সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। নাজমুলের সন্ধান না পেয়ে দুপুরে তার বাবা রফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করতে গেলে খবর আসে বাতানপাড়ার বিলের ডোবায় লাশ ভাসছে। পাথরঘাটা সংবাদদাতা পাথরঘাটা, বরগুনা থেকে জানান, উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সরকারী পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা সোয়া ১১টার দিকে পুলিশ পুকুরের দক্ষিণ পাশের ঘাটলার নিচ থেকে ওই লাশটি উদ্ধার করে।
×