ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৮

প্রকাশিত: ০৬:৩৪, ২৯ মে ২০১৭

আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৮

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৮ মে ॥ শেরপুরে ২ লাখ ৫২ হাজার টাকার জাল নোটসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে ঝিনাইগাতী ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের নওহাটা এলাকার ফাহিম ও তজু মিয়া, সজবরখিলার লিটন বিশ্বাস ও পার্থ বিশ্বাস, সাতানিপাড়ার বিশু ভাস্কর, বড়ইতার মাসুদ এবং শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকার যুবরাজ লিখন ও ইলিয়াছ। ওই ঘটনায় রবিবার বিকেলে ডিবি পুলিশের এসআই এলাহী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সোমবার পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হবে। শেরপুর ডিবি পুলিশের ওসি রবিবার বিকেলে তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ জাল নোট তৈরি ও বাজারজাতকরণ চক্রের সক্রিয় সদস্য। শনিবার রাতে পৃথক অভিযানে প্রথমে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ধানশাইল এলাকা থেকে ফাহিমকে ৫২ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে যুবরাজ লিখনের শহরের সজবরখিলা এলাকার ভাড়া বাসা থেকে এক লাখ ৩ হাজার টাকার জাল নোট ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙা এলাকার ইলিয়াছ উদ্দিনের বাসার বিছানার নিচ থেকে ৯৭ হাজার টাকার জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতার করা হয় অন্য ৫ জনকেও। উদ্ধারকৃত টাকার সবই ১ হাজার টাকা মূল্যমানের জাল নোট। ডোমারে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার গোমনাতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দের ব্যানারে রবিবার উপজেলা শহরের রেলঘুন্টি মোড়ে দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন গোমনাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হক, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট সামছুদ্দিন হুসাইনী প্রমুখ। বক্তরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান। শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানাকে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ২২ মে গোমনাতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে সভা আহ্বান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হক। কিন্তু কোরাম পূরণ না হওয়ায় সভাটি স্থগিত হয়। এরপর দুপুর একটার দিকে কয়েকজন অভিভাবক সদস্য বহিরাগদের নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের ওপর হামলা চালান।
×