ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাপ্তাই হ্রদে অস্বাভাবিক পানি হ্রাস ॥ নৌ যোগাযোগ ব্যাহত

প্রকাশিত: ০৬:৩৪, ২৯ মে ২০১৭

কাপ্তাই হ্রদে অস্বাভাবিক পানি হ্রাস ॥ নৌ যোগাযোগ ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৮ মে ॥ প্রচ- খরার কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে শুকিয়ে যাওয়ায় কাপ্তই হ্রদ বেষ্টিত সাত নৌরুটে নৌ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে রাঙ্গামাটি বাঘাইছড়ি, জুড়াইছড়ি, নানিয়াচর ও বিলাইছড়ি উপজেলার নৌ যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। রাঙ্গামাটি লংগদু ও রাঙ্গামাটি বরকল নৌপথের সামান্য অংশে সীমিত আকারে নৌ চলাচল করলেও তা যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে বলে লঞ্চ মালিক সমিতির নেতা মঈন উদ্দিন সেলিম জানান। নৌপথ শুকিয়ে যাওয়ায় এসব উপজেলার চার লাখ লোক বন্দীদশায় পড়েছে। তারা জেলা সদরসহ দেশের অন্য অঞ্চলের সঙ্গে যাতায়াত করতে পারছে না বলে জানান। এছাড়া লংগদু ও বরকল উপজেলার অধিকাংশ ছোট নৌপথও বন্ধ হয়ে গেছে। এছাড়া হ্রদে ভেসে উঠেছে অগণিত ডুবো চর যার ফলে নৌ চলাচল বিঘœ হচ্ছে। উপজেলাগুলোর সঙ্গে জেলা সদরের বিকল্প যোগাযোগ গড়ে না ওঠায় এখানকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এ সব উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। রমজান আসায় এ সব এলাকায় পণ্যের দাম আরও এক দফা বেড়ে গেছে। প্রচ- খরার কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর একেবারে নিচে নেমে গেছে। জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এ সব উপজেলার খেটে খাওয়া মানুষের মধ্যে তীব্র কর্মসঙ্কট দেখা দিয়েছে। হ্রদের পানি অস্বাভাবিকভাবে শুকিয়ে যাওয়ার ফলে মধু মাসে কৃষকের উৎপাদিত আম, কাঁঠাল, লিচু ও আনারস বাজারজাতকরণের ক্ষেত্রে সঙ্কট দেখা দিয়েছে। কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় হ্রদে চলাচলকারী প্রায় ১০ হাজার লোক বেকার হয়ে পড়েছে। যারা লঞ্চ, ইঞ্জিন বোর্ট ও নৌকা চালিয়ে তাদের জীবিকানির্বাহ করত।
×