ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মংলায় চালের কেজি ২০ টাকা!

প্রকাশিত: ০৬:২৩, ২৯ মে ২০১৭

মংলায় চালের কেজি ২০ টাকা!

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২৮ মে ॥ চালের দাম যেখানে বাড়ছে সেখানে ২০ টাকা চালের কেজি শিরোনাম পড়ে পাঠকরা একটু বিব্রত হতে পারেন। কিন্তু ব্যাপারটা সত্যি। মংলা পৌর মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী নিজস্ব তহবিল থেকে গরিব দুস্থদের জন্য পুরো রমজান মাসে ২০ টাকা করে চাল দেয়া শুরু করেছেন। এর আগে গত রমজানে ১০ টাকায় চাল দিয়ে আলোচনায় আসেন এ মেয়র। রবিবার দুপুর আড়াইটায় মংলা পৌরসভার সামনে থেকে এ চাল বিতরণ অনুষ্ঠান পৌর মেয়র নিজেই উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানতে চাইলে মেয়র জুলফিকার আলী এ প্রতিবেদককে বলেন ‘শুধু ২০ টাকায় চাল না, ৬০ টাকায় ছোলা, ৫০ টাকায় চিনি, ৩০ টাকায় চিড়া দিচ্ছি। পবিত্র রমজান মাসে দুস্থদের দুর্ভোগের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি। রোজার দ্বিতীয় দিন থেকে শেষ দিন পর্যন্ত পৌর ডিজিটাল সেন্টারের পাশের একটি কক্ষ থেকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাল, ছোলা, চিনি, চিড়া দেয়া হবে বলেও জানান মেয়র। উল্লেখ্য, বর্তমানে মংলার দোকান ভেদে সর্বনিম্ন খুচরা চালের কেজি ৩৮-৪০ টাকা, ছোলা ৮০-৮২ টাকা, চিনি ৭০-৭৩, চিড়া ৪৪-৪৬ টাকা। চৌগাছার সিংহঝুলী ইউপিতে কর্মসৃজনের টাকা নয়ছয় স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছার সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল বাদলের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের কাজ না করিয়ে টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে চৌগাছা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিয়ে। সম্মেলনে সরকারের কর্মসৃজন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নে ১৩৪ শ্রমিক কাজ করার কথা। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রতি ওয়ার্ডে মাত্র তিন থেকে চারজন করে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল বাদল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যারা এমন অভিযোগ করেছেন তারা না জেনেই অভিযোগ করছেন। ইউনিয়নের ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকতারা সরেজমিন পরিদর্শনে গেলেই বিষয়টি দেখতে পারবেন।’ আগুনে ক্ষতিগ্রস্ত জেলারের বাড়িতে এডিশনাল আইজি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ মে ॥ আগুনে সব কিছু হারিয়েছেন ফরিদপুর জেলা কারাগারের জেলার মোঃ আমানুল্লাহ। আগুনে ক্ষতিগ্রস্ত এই জেলারকে সমবেদনা জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি) ব্রিগেডিয়ার ইকবাল কবির। তিনি শনিবার রাতে জেলারের বাড়িতে যেয়ে তাকে সমবেদনা জানান। এ সময় তিনি জেলারকে বিপদে ধৈর্য ধারণ করতে বলেন। শনিবার ভোরে ফরিদপুর জেলা কারাগারের সামনে জেলারের সরকারী বাসভবনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন ধরে। ডোমারে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের প্রামানিক পাড়া গ্রামে ৮টি পরিবারের ১০টি টিনের ও বাঁশের বসতঘর ও ঘরে রাখা আসবাবপত্র ধান, চাল ও নগদ টাকা পুড়ে গেছে। রবিবার সকাল সাড়ে দশটার দিকে গ্রামের হরিধরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
×