ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউরোপে সবজি রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ

প্রকাশিত: ০৬:২১, ২৯ মে ২০১৭

ইউরোপে সবজি রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সবজি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। গত কয়েক বছর বাংলাদেশে উৎপাদিত সবজির মান নিয়ে ইইউয়ের সতর্কতা ও কিছু রফতানিকারক প্রতিষ্ঠান ভুয়া সনদের মাধ্যমে ইউরোপে পণ্য রফতানি করছে এমন অভিযোগের মুখে এ সিদ্ধান্ত নেয়া হলো। জানা যায়, সরকার এখন আন্তর্জাতিক মানের সবজি চাষের উপর জোর দিচ্ছে। কেবল ‘চুক্তিবদ্ধ কৃষকদের’ মাধ্যমে উৎপাদিত সবজি ইউরোপে রফতানির অনুমতি দেবে। বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন. ‘কনট্র্যাক্ট ফার্মিং’ বা চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে একটি ক্রেতা কমিশন উৎপাদকের কাছ থেকে পণ্য নেয়ার আগে তার নির্দিষ্ট মান যাচাই করবে। এরপর তা রফতানির যোগ্য হলে অনুমতি দেবে। ইইউ থেকে সম্ভাব্য দীর্ঘমেয়াদে কোন রফতানি নিষেধাজ্ঞা পাওয়া থেকে নিজেদের বাঁচাতে এই সিদ্ধান্ত নিল সরকার। বাণিজ্য সচিব বলেন, আমরা মানসম্পন্ন পণ্য রফতানি করতে চাই। কিছু অসাধু ব্যবসায়ীর জালিয়াতির কারণে পুরো বাজার ধ্বংস হয়ে যাবে- সেটা হতে পারে না। হযরত শাহজালাল বিমানবন্দরের রফতানি বিভাগের এক কর্মকর্তা জানান, ফল ও সবজি রফতানির উপর ইইউ বাংলাদেশকে সতর্ক করেছে। কিন্তু তারপরও দেশের কিছু অসাধু ব্যবসায়ী জালিয়াতির মাধ্যমে পণ্য রফতানি করছে। তবে আশা রাখি, আমরা শীঘ্র তাদের জানাতে পারব- আমাদের ফল ও সবজি নিরাপদ। আমরা চাহিদা অনুযায়ী পণ্য পাঠাতে প্রস্তুত। রমজানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচী অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের কর্মঘণ্টা ও লেনদেনের সময়সূচীতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
×