ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সাড়ে আট মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৬:১৮, ২৯ মে ২০১৭

পুঁজিবাজারে সাড়ে আট মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সাড়ে আট মাসের মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বনিম্ন আর্থিক লেনদেন হয়েছে। পবিত্র রমজান মাসের প্রথম কার্যদিবসের লেনদেনের নতুন সময়সূচীতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমল। এই দিন ডিএসইতে ৩৬৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর বা সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকালে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। সারাদিনে লেনদেন শেষে রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে। যা এর আগে বৃহস্পতিবার ১ পয়েন্ট, বুধবার ১৮ পয়েন্ট, মঙ্গলবার ৯ পয়েন্ট ও সোমবার ২২ পয়েন্ট বেড়েছিল। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫ কোম্পানির মধ্যে ৭৫টি বা ২৩.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২১১টি বা ৬৪.৯২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি বা ১২ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইভিন্স টেক্সটাইলের শেয়ার। এ দিন কোম্পানির ২৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস। লেনদেনে এরপর রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আমরা টেকনোলজিস, অগ্নি সিস্টেমস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ইভিন্স টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটো, লঙ্কাবাংলা ফাইনান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আমরাটেক, অগ্নি সিস্টেম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ও মোজাফ্ফর হোসেন স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ প্রিমিয়ার ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, মডার্ন ডাইং, পেনিনসুলা চট্টগ্রাম, ইউনাইটেড এয়ার, জনতা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ও মিরাকল ইন্ড্রাস্টিজ। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০০৮৭ পয়েন্টে। বাজারটিতে ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২২২টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৫৭, কমেছে ১৪৪ এবং অপরিবর্তীত রয়েছে ২১টির। আগের দিন সিএসসিএক্স মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়েছিল। আর বাজারটিতে ৩২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ জাহিন স্পিনিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো, ইভিন্স টেক্সটাইল, এক্সিম ব্যাংক, অগ্নি সিস্টেম, লঙ্কাবাংলা ফাইনান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, তসরিফা ইন্ড্রাস্টিজ ও ইউনাইটেড পাওয়ার।
×