ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিপিন্সে নিরাপত্তা বাহিনী-জঙ্গী সংঘর্ষে নিহত ১৯

প্রকাশিত: ০৬:১৮, ২৯ মে ২০১৭

ফিলিপিন্সে নিরাপত্তা বাহিনী-জঙ্গী সংঘর্ষে নিহত ১৯

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় নগরীতে ইসলামপন্থী জঙ্গীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৯ বেসামরিক লোক নিহত হয়েছে। রবিবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। এই নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলা এই লড়াইয়ে অন্তত ৮৫ জন প্রাণ হারাল। খবর এএফপির। চলমান এই সহিংসতার জেরে প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে মঙ্গলবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে সামরিক আইন জারি করেন। তিনি জঙ্গীদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের সংশ্লিষ্টতার হুমকি রয়েছে বলে জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গীরা মারাউইতে ১৯ বেসামরিক লোককে হত্যা করেছে। ২ লাখ জনসংখ্যা অধ্যুষিত এলাকাটির অধিকাংশ বাসিন্দা মুসলিম। নিহতদের মধ্যে তিন নারী ও একটি শিশুও রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কাছে এদের লাশ পাওয়া গেছে। ম্যানচেস্টার হামলাকারীর ছবি প্রকাশ যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা হামলাকারী সালমান আবেদির ছবি প্রকাশ করেছে পুলিশ। সিসিটিভিতে ধারণ করা ওই ছবিগুলো হামলার রাতের। খবর বিবিসির। গত ২২ মে যুক্তরাষ্ট্রের পপ সঙ্গীতশিল্পী এ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় ২২ জন নিহত হন। আহত হন ৬৪ জন। এরপর লিবীয় বংশোদ্ভূত ২২ বছরের তরুণ সালমান আবেদিকে হামলাকারী হিসেবে শনাক্ত করে ব্রিটিশ পুলিশ। সালমানের জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনেই। রবিবার প্রকাশিত ওই রাতের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, হামলার দিন চশমা পরা আবেদির মুখে হালকা গোঁফ ছিল। তার পরনে ছিল জিনস, কালো জামা, টুপি ও ওয়েস্টকোট। পুলিশের দাবি, হামলার আগে সিটি সেন্টার ফ্ল্যাটে অবস্থান নেন আবেদি। সেখান থেকেই ম্যানচেস্টারের ওই কনসার্টে যান তিনি।
×