ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার ‘গাঁজার রানী’ দেশে ফিররেন

প্রকাশিত: ০৬:১৬, ২৯ মে ২০১৭

অস্ট্রেলিয়ার ‘গাঁজার রানী’ দেশে ফিররেন

মাদক পাচারকারী হিসেবে সাজাপ্রাপ্ত অস্ট্রেলিয়ার চ্যাপেলে করবি ইন্দোনেশিয়ায় দীর্ঘ নয় বছরের কারাবাস এবং তিন বছরের প্যারোলে মুক্তি শেষে ব্রিসবেনে ফিরে গেছেন। সাবেক এই বিউটি থেরাপিস্ট ২০০৪ সালে বালি এয়ারপোর্টে গ্রেফতার হন মাদক বহনের দায়ে। সে সময় তার কাছে চার কেজির বেশি মারিজুয়ানা লুকানো অবস্থায় পাওয়া যায়। খবর বিবিসির। পরের বছর তার বিচারের রায় দেয়া হয়। তার মামলাটিকে ঘিরে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। তার শাস্তিকে অতিরিক্ত কঠোর হিসেবে হিসেবে উল্লেখ করে এর তীব্র প্রতিক্রিয়া দেখা যায় অস্ট্রেলীয়দের মধ্যে। ১৩ বছর আগে তিনি যখন গ্রেফতার হন তখন জাতীয় ইস্যুতে পরিণত হন। যদিও সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করে আসেন এই নারী। কাশ্মীরে হিযবুল নেতা সাবজার ভাট নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিষিদ্ধ জঙ্গীগোষ্ঠী হিযবুল মুজাহেদিনের এক শীর্ষ কমান্ডার সাবজার আহমেদ ভাট নিহত হয়েছে বলে পুলিশ ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। রবিবার সেখানে বিক্ষুব্ধ জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক বেসামরিক লোক নিহত ও অনেকে আহত হয়েছে। খবর বিবিসি, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে অনলাইনের। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সাবজার ভাটের গোপন আস্তানায় পুলিশ হামলা চালিয়ে তাকে হত্যা করে। শুক্রবার রাতজুড়ে চলা বন্দুকযুদ্ধে তার আরও দু’জন সঙ্গীরও মৃত্যু হয়। নিহত সাবজার ভাট গত জুলাই মাসে নিহত বুরহান ওয়ানির একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সাবজার ভাটকে হত্যা করা হয়েছেÑ এ খবর ছড়িয়ে পড়ার পর সেখানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শত শত লোক শ্রীনগরের কাছে ট্রাল শহরের রাস্তায় নেমে আসে। বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। পুলিশ পাল্টা ব্যবস্থা নিতে টিয়ার গ্যাস, ফাঁকা গুলি ও ছররা গুলি ছোড়ে।
×