ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারে সেনা নির্যাতনের ভিডিও নিয়ে তোলপাড়

প্রকাশিত: ০৬:১৫, ২৯ মে ২০১৭

মিয়ানমারে সেনা নির্যাতনের ভিডিও নিয়ে তোলপাড়

মিয়ানমারে হাতকড়া পরানো অবস্থায় কয়েক বন্দীকে নির্মমভাবে পেটাচ্ছে সামরিক পোশাক পরা লোকজনÑ ইন্টারনেটে ভাইরাল হওয়া এ রকম একটি ভিডিওফুটেজ নিয়ে কর্তৃপক্ষকে রবিবার তদন্তের আহ্বান জানান দেশটির মানবাধিকারকর্মীরা। নির্যাতনের শিকার ওই ব্যক্তিরা জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর সন্দেহভাজন যোদ্ধা। আর এমন এক সময় ভিডিওটি ভাইরাল হয়েছে, যখন দেশটিতে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ বন্ধে এক ডজনেরও বেশি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আউং সান সুচির বেসামরিক নেতৃত্বাধীন সরকারের আলোচক ও দেশটির সামরিক বাহিনীর প্রতিনিধি শান্তি আলোচনায় বসেছে। খবর এএফপির। ভিডিওটি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম দেখা গেছে। এরপর এটি ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার সত্যতা এখনও জানা যায়নি। এতে দেখা যাচ্ছে, কয়েকটি গ্রামীণ বসতবাড়ির বাইরে ব্যাপক সংখ্যক লোককে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে সামরিক পোশাক পরা কয়েক ব্যক্তি হাতকড়া অবস্থায় বেধরক লাথি মারছে। সতেরো মিনিটের দীর্ঘ ভিডিওতে একটি জায়গায় দেখা যাচ্ছে, সামরিক পোশাকের একজন তার হেলমেট দিয়ে আটক একজনের নাকে মুখে প্রচ-ভাবে আঘাত করছে আর জিজ্ঞেস করছে, তারা তাং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) সদস্য কিনা। উত্তর-পূর্বাঞ্চলীয় জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ বর্তমানে সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। এ ঘটনায় সেনাবাহিনী দায়ী কিনা; তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকারকর্মীরা। মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের ম্যাথিউ স্মিথ বলেন, মিয়ানমার কর্তৃপক্ষকে অবিলম্বে এ ভিডিও ফুটেজের তদন্ত করতে হবে। জরুরী ভিত্তিতে আটক ব্যক্তিদের কল্যাণ বিবেচনা করতে হবে এবং কোথায় এসব বন্দীদের রাখা হয়েছে, তাও খুঁজে দেখতে হবে। বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে জাতিগত সংখ্যালঘু মিলিশিয়াদের বিদ্রোহের আগুনে জ্বলছে মিয়ানমারের সীমান্ত অঞ্চলে। সুচি সরকারের অগ্রাধিকার হচ্ছে দেশব্যাপী শান্তি স্থাপন। তার সরকার সে লক্ষ্যে রাজধানী নেপিডোতে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ পর্যন্ত মিয়ানমার সরকারের শান্তি প্রক্রিয়ার সফলতা নেই বললেই চলে। মিয়ানমারে সামরিক সরকারের আমলে সংবিধানের অধীন সামরিক বাহিনীর ওপর সুচির নিয়ন্ত্রণ ছিল না। আর এ সুযোগে সেনাবাহিনী ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে লড়াই বর্তমানে সবচেয়ে বর্বর রূপ ধারণ করেছে।
×