ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এমবিএ শিক্ষার্থীদের নবীনবরণ

প্রকাশিত: ০৬:০২, ২৯ মে ২০১৭

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এমবিএ শিক্ষার্থীদের নবীনবরণ

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে সামার সেমিস্টার ২০১৭-এর এমবিএ (সান্ধ্যকালীন) প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত ২৪ মে বনানীর মূল ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তবারক হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব.)। এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোঃ হামিদ উল্লাহ ভূঁইয়া শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। উক্ত প্রোগ্রামে আরও বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. মেহে জেবুন্নেসা রহমান, ফার্মেসি বিভাগের চেয়ারম্যার ড. মোঃ সিদ্দিকুল ইসলাম, বিভাগীয় শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি অতীশ দীপঙ্করে জাতীয় কবির জন্মদিন পালন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বনানী সিটি ক্যাম্পাস অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক মইন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সেকুল ইসলাম ও ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন এবং কবির জীবনের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। ওই আলোচনা সভা শেষে সকলে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন। -বিজ্ঞপ্তি
×