ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৃত্যুপথযাত্রী বান্ধবীকে বিয়ে

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ মে ২০১৭

মৃত্যুপথযাত্রী বান্ধবীকে বিয়ে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিল শহরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন রোন্ডা বিভেন্স (২৮)। ভুগছেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে। চিকিৎসকরা জানিয়েছেন, রোন্ডার হাতে সময় রয়েছে আর মাত্র কয়েক দিন। আর এই শেষ সময়ে মৃত্যু নিশ্চিত জেনেও প্রেমিক ম্যাথিউ ম্যাহকে (২৯) বিয়ে করলেন রোন্ডা। রোন্ডা ও ম্যাথিউ সেই স্কুলজীবন থেকে একে-অপরকে ভালবাসেন। এতদিন তারা একসঙ্গে বসবাস করেছেন। আছে দুটি সন্তানও। এতদিন করি করি করেও আটকে ছিল তাদের বিয়ে। ১২ মাস আগে ক্যান্সারে আক্রান্ত হন রোন্ডা। এরপর অস্ত্রোপচার করে কেটে ফেলা হয় তার পা। এ ছাড়া চলছিল কেমোথেরাপি। কিন্তু হঠাৎ করেই ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ে রোন্ডার ফুসফুসে। ক্ষীণ হয়ে আসে তার বেঁচে থাকার সম্ভাবনা। সম্প্রতি চিকিৎসকরা জানান, রোন্ডার হাতে সময় আছে আর মাত্র কয়েক দিন। আসন্ন মৃত্যুর খবর শোনার পর রোন্ডা সিদ্ধান্ত নিলেন, বিয়ে করবেন সারা জীবনের সঙ্গী ম্যাথিউকে। এ বিষয়ে ম্যাথিউ জানান, ‘আমরা সব সময় বলতাম, আমাদের খুব ধুমধাম করে বিয়ে হবে। যদি কোনকিছু ঘটেও যায়, তারপরও আমরা যেভাবেই হোক বিয়ে করব।’ রোন্ডা-ম্যাথিউর বিয়ের একটি ভিডিও প্রকাশ হয় ইন্টারনেটে। সেখানে দেখা যায়, রোন্ডা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। আর দুজন বিয়ের প্রতিশ্রুতিগুলো একে-অপরকে শোনাচ্ছেন। এরপর নতুন দম্পতি কান্নায় ভেঙ্গে পড়েন। -ডেইলি মেইল অবলম্বনে।
×