ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাতিলের আবেদন খারিজ

খালেদা জিয়ার কয়লা দুর্নীতির মামলা চলবে

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ মে ২০১৭

খালেদা জিয়ার কয়লা দুর্নীতির মামলা চলবে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপীল বিভাগ। রবিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপীল (আপীলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ। এর ফলে নিম্ন আদালতে খালেদার ওই মামলার কার্যক্রম চলতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। আপীল বিভাগে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জনকণ্ঠকে বলেন, ‘আপীল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখায় বিচারকি আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা চলবে।’ ২২ মে শুনানি শেষে খালেদা জিয়ার আপীলের বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করা হয়েছিল। সে অনুযায়ী রবিবার আদেশ দিলেন আপীল বিভাগ। বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচারকাজ ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আমিনুল ইসলামের আদালতে চলছে। এ মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করা হয়। চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট এ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয় এ মামলায়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে দুদক।
×