ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৫:৫২, ২৯ মে ২০১৭

প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাচ্ছেন আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দুইদিনের সফরে অস্ট্রিয়া যাচ্ছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি। এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি অস্ট্রিয়ায় দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেবেন। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে অস্ট্রিয়া যাচ্ছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া সফরের বিষয়ে অবহিত করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল মাহমুদ আলী বলেন, অস্ট্রিয়ায় আইএইএর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সংস্থাটি ‘পরমাণুবিষয়ক কারিগরি সহযোগিতা কর্মসূচী’ শীর্ষক সম্মেলনের আয়োজন করছে। ইতোমধ্যে মরিশাস ও উরুগুয়ের রাষ্ট্র প্রধানরা সম্মেলনে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি অস্ট্রিয়ায় সরকারের দ্বিপক্ষীয় বৈঠকের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আইএইএ সম্মেলনে অংশগ্রহণ বিশ্বশান্তি রক্ষা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশ দৃঢ় অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করবে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, কেননা বাংলাদেশ সবসময় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে কথা বলেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার সকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আইএইএর ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আফ্রিকা, এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়া অঞ্চলের বিভিন্ন দেশের নেতারাও দুইদিনের এ সম্মেলনে অংশ নেবেন। পরে সেখানেই আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীন হওয়ার পরপরই ১৯৭২ সালের ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদস্য হয় বাংলাদেশ। শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাহমুদ আলী জানান, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে সহযোগিতা, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, কূটনৈতিক পর্যায়ে নিয়মিত আলোচনার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, অভিবাসন, উদ্বাস্তু সঙ্কট, জলবায়ু পরিবর্তন এবং ব্রেক্সিট পরবর্তী ইউরোপের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হবে। নিয়মিত কূটনৈতিক আলোচনার আয়োজন করতে একটি সমঝোতা স্মারকও সই হওয়ার কথা রয়েছে দুই দেশের মধ্যে। এ সফর অস্ট্রিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেন মাহমুদ আলী। তিনি জানান, সদ্য স্বাধীন বাংলাদেশকে ১৯৭২ সালে যে কটি ইউরোপীয় দেশ স্বীকৃতি দিয়েছিল, তার মধ্যে অস্ট্রিয়া একটি। বাংলাদেশ ২০১৪ সালে ভিয়েনায় দূতাবাস স্থাপন করে। বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে অস্ট্রিয়ার তখনকার চ্যান্সেলর ব্রুনো ক্রিয়েস্কির ভূমিকার কথা স্মরণ করে ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ। মাহমুদ আলী আরও বলেন, আইএইএর সদস্যপদ পাওয়ার পর থেকে পারমাণবিক প্রযুক্তির শাক্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ এ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বাংলাদেশের পারমাণবিক প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো আইএইএর কারিগরি সহযোগিতা কীভাবে বাংলাদেশকে সহায়তা করছে সম্মেলনে সে বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সোমবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়বেন। ভিয়েনায় শেখ হাসিনা উঠবেন হোটেল ইম্পেরিয়ালে। প্রথম দিনই তিনি ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার দুপুরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী তথা ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে দুই নেতার একান্ত বৈঠক হবে। এছাড়াও অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেক্সান্ডার ভান ডের বেলেনের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিয়েনা থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হয়ে বুধবার সকালে শেখ হাসিনার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ভিয়েনা সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন। সূত্র জানায়, ভিয়েনা সম্মেলনে অংশ নেয়ার ফাঁকে অংশগ্রহণকারী কয়েকটি দেশের রাষ্ট্র প্রধান/সরকার প্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মেলন উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, আইএইএর সদস্য রাষ্ট্র ও সংস্থাগুলোর মধ্যে পরমাণুবিষয়ক কারিগরি সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ ১৬৮টি। বাংলাদেশ ১৯৭২ সালে এ সংস্থার সদস্য পদ লাভ করে। তারপর থেকেই এ সংস্থার সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করে আসছে।
×