ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে চেক বিতরণ

প্রকাশিত: ০১:০৩, ২৮ মে ২০১৭

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত স্কুল ছাত্রের পরিবারে মাঝে অর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত নিহত স্কুল ছাত্রের পরিবারের হাতে চেক তুলে দেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান, দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ও দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। উল্লেখ্য গত ১৩ মে সকালে দৌলতপুরের হোসেনাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে দু’জন স্কুল ছাত্র বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসিবুল ইসলাম (১১) নামের ৪র্থ শ্রেণীর ছাত্র নিহত হয়। এসময় আহত হয় তার সাথে থাকা জিহাদ নামে ৩য় শ্রেণীর ছাত্র। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত স্কুল ছাত্রের পিতা সাইফুল ইসলামের হাতে ৬০ হাজার টাকার চেক এবং আহত স্কুল ছাত্রের পিতা আলমগীর হোসেনের হাতে চিকিৎসার জন্য ৭২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এদের বাড়ি তারাগুনিয়া ফিল্ডপাড়া এলাকায়।
×