ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় গাড়ি চাপায় মিলের গার্ড নিহত, মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৭:৫৩, ২৮ মে ২০১৭

ভালুকায় গাড়ি চাপায় মিলের গার্ড নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা (ময়মনসিংহ), ২৭ মে ॥ শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নিশিন্দা নামক স্থানে স্থানীয় একটি স্পিনিং মিলের সিকিউরিটি গার্ড রাস্তা পারাপারের সময় উল্টোদিক থেকে আসা মহাসড়কের ফোরলেন প্রকল্পের কাজে নিয়োজিত একটি ড্রামট্রাকের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ওই মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ঘটনার সময় স্থানীয় বিএসবি স্পিনিং মিলের সিকিউিরিটি গার্ড পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামের মৃত আব্দুস সবুর মিয়ার ছেলে লাল মিয়া (৩৫) রাস্তা পার হওয়ার সময় উল্টোদিক দিয়ে আসা একটি ড্রামট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সেনাবাহিনীর লোকজন তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ১ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
×