ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ

তামিমের সেঞ্চুরি ছাপিয়ে পাকিদের জয়

প্রকাশিত: ০৭:৫২, ২৮ মে ২০১৭

তামিমের সেঞ্চুরি ছাপিয়ে পাকিদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয় সব সময়ই মধুর। হোক সেটা প্রস্তুতি ম্যাচে। শনিবার বার্মিংহামের এজবাস্টনে সেই মধুর জয়টা পেতে পারত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু আশা জাগিয়েও হেরে যায় লাল-সবুজের বাংলাদেশ। বিফলে যায় তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ২ উইকেটে হেরে যায় মাশরাফি বাহিনী। হারা ম্যাচ পাকিস্তান দারুণভাবে জিতে যায় মাত্র ৩ বল হাতে রেখেই। টসে জিতে আগে উইলোবাজি বেছে নেয় বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪১ রানের বড় স্কোরের চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিদের। ন্যাটা ওপেনার তামিম ইকবাল ৯৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০২ রানের চিত্তাকর্ষক শতক হাঁকান। এছাড়া ইমরুল কায়েস (৬১), মুশফিক (৪৬), মাহমুদুল্লাহ (২৯), মোসাদ্দেক হোসেন (২৬) এবং সাকিব আল হাসানের (২৩) ব্যক্তিগত স্কোরগুলো ছিল উল্লেখযোগ্য। পাকিস্তানী গোলকবাজদের মধ্যে উইকেটশিকারি ছিলেন জুনায়েদ খান (৪/৭৩), শাদাব খান (২/৫৫) এবং হাসান আলী (২/৫৮)। জবাবে ব্যাট করতে নেমে ৭৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেললেও ধীরে ধীরে বিপর্যয় সামলে ওঠে পাকিস্তান। বাংলাদেশী বোলাররা প্রায় সবাই উইকেট পেলেও তা হার এড়াতে যথেষ্ট ছিল না। ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান (৮ উইকেটে ৩৪২ রান)। দলের টপ স্কোরার হন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মালিক (৬৬ বলে ৭২ রান)। এছাড়া ফাহিম আশরাফের ৬৪*, মোহাম্মদ হাফিজের ৪৯, ইমাদ ওয়াসিমের ৪৫, আহমেদ শেহজাদের ৪৪ এবং হাসান আলির ২৭* ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং করেন মেহেদী হাসান মিরাজ (২/৩০)। এছাড়া ১টি করে উইকেট পান মাশরাফি মর্তুজা, তাসকিন আহমেদ, সাইফুল ইসলাম, সাকিব আল হাসান এবং মোসাদ্দেক হোসেন। অপর আউটটি ছিল রান আউট (মিরাজ কর্তৃক)। শেষ ওভারটি করেন মাশরাফি। তিনি আর জেতাতে পারেননি দলকে। ফলে হতাশার হার সঙ্গী হয় বাংলাদেশের। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে খেলবে মাশরাফিরা। বাংলাদেশ ॥ ৫০ ওভারে ৯/৩৪১ (তামিম ইকবাল ১০২, ইমরুল কায়েস ৬১, মুশফিকুর রহীম ৪৬, মাহমুদুল্লাহ ২৯, মোসাদ্দেক হোসেন ২৬, সাকিব আল হাসান ২৩; জুনায়েদ খান ৪/৭৩, শাদাব খান ২/৫৫, হাসান আলী ২/৫৮)। পাকিস্তান ॥ ৪৯.৩ ওভারে ৮/৩৪২ (শোয়েব মালিক ৭২, ফাহিম আশরাফ ৬৪*, মোহাম্মদ হাফিজ ৪৯, ইমাদ ওয়াসিম ৪৫, আহমেদ শেহজাদ ৪৪, হাসান আলি ২৭*; মেহেদী হাসান মিরাজ ২/৩০) ফল ॥ পাকিস্তান ২ উইকেটে জয়ী।
×