ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অচিরেই ভবিষ্যত পরিকল্পনা জানাবেন রুনি

প্রকাশিত: ০৭:০৮, ২৮ মে ২০১৭

অচিরেই ভবিষ্যত পরিকল্পনা জানাবেন রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ওয়েন রুনির। এবার ইংলিশ প্রিমিয়ার লীগেও উপেক্ষিত ছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম একাদশে থেকে খেলেছেন মাত্র ১৫ ম্যাচ, আর অধিকাংশ ম্যাচেই বদলি হিসেবে স্বল্প সময়ের জন্য নেমেছেন। এবার ইংল্যান্ড জাতীয় দল থেকেও বাদ পড়েছেন তিনি। অচিরেই নিজের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। ম্যান ইউ এবং ইংল্যান্ডের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড ৩১ বছর বয়সী রুনির। এরপরও এখন আর অপরিহার্য খেলোয়াড় হিসেবে নিজ ক্লাব কিংবা জাতীয় দল কোনটিতেই বিবেচিত না তিনি। গত ১৩ বছর ধরে উভয় দলকে সার্ভিস দিয়েছেন। এখন পড়তি ফর্মের জন্য তার গুরুত্ব ও মর্যাদা দুটোই লোপ পেয়েছে। এ বিষয়ে রুনি বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যেই আমি এখন সিদ্ধান্ত নেব। পরিবারের সঙ্গে কথা বলতে হবে, তারাই সিদ্ধান্ত জানাবে।’ পরিস্থিতি অনুসারে রুনি উপলব্ধি করছেন যে ম্যানইউতে আর কোন ভবিষ্যত নেই তার। এ কারণে ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা দ্রুতই নিতে চান রুনি। তিনি বলেন, ‘আমি বাইরে যাব কিনা এ বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে। যখনই বিষয়টি নিয়ে কোন সিদ্ধান্ত হবে তখনই সবাইকে জানাব।’
×