ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্থায়ী ক্যাম্পাসে ডিআইইউ

প্রকাশিত: ০৬:৫৪, ২৮ মে ২০১৭

স্থায়ী ক্যাম্পাসে ডিআইইউ

বেসরকারী বিশ্ববিদ্যালয় চালুর প্রথম দিকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। আর এটি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, আইন ও মানবাধিকার সম্পর্কিত বহু গ্রন্থের প্রণেতা ড. মফিজুল ইসলাম পাটোয়ারী। ১৯৯৫ সালের এপ্রিল মাসে ১৬৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে ঝিগাতলার একটি ৩ তলা বাড়িতে যাত্রা শুরু হলেও বর্তমানে এর বিস্তৃতি অনেক। সে সময় আইন, ব্যবসায় প্রশাসন, ইংরেজি, সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগ চালু করা হয়। এরপর এখানে চালু করা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও হিউম্যান রাইটস ‘ল’ বিভাগ। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৮ হাজার। পার্মানেন্ট শিক্ষকের সংখ্যা ১৫০। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপকরা খ-কালীন পাঠদান দিয়ে থাকেন। বিজ্ঞান প্রযুক্তি যুগে এর গুরুত্ব অনুধাবন করেই মূলত ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেছেন। এ ইউনিভার্সিটির গ্রীন রোড ও বনানীতে ১৫ লাখ বর্গফুটের কয়েকটি সুরম্য অট্টালিকায় ক্লাস পরিচালিত হলেও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ক্লাসের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এ কোর্সটি বাড্ডার সাঁতারকুলে এক মনোরম পরিবেশে এবং একটি নান্দনিক ভবনে শুরু“করা হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী বলেন, ১৯৯৫ সালে ‘জ্ঞানই শক্তি’ সেøাগানকে সামনে রেখে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ সেøাগানের গুরুত্ব তা আজও বহন করে চলছে। যেসব কোর্স এখানে চালু রয়েছে, সেগুলো আমরা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছি। সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে না। এ ইউনিভার্সিটির বিশেষত্ব হলো, বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণকর কাজে অংশগ্রহন। যেমন- সামাজিক ব্যবসা, এ্যান্টি ট্যোবাকো সেলের কার্যক্রম পরিচালিত করছে। পাশাপাশি উন্নত মানসিকতা গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহন করানো হয়। যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস সাঁতারকুল বাড্ডা, ঢাকা। ফোন : +৮৮ ০২ ৫৫০৪০৮৯৬, ০১৬১১ ৩৪৮৩৪৫-৮। িি.িফরঁ.ধপ নাঈম খান
×