ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সর্বাধুনিক প্রযুক্তির আকর্ষণীয় চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ মে ২০১৭

সর্বাধুনিক প্রযুক্তির আকর্ষণীয় চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালকের দায়িত্বে থাকা স্টিভ এলওয়ার্দি। আসবে নতুন অনেক কিছুই। আইসিসির ওয়েবসাইটে দেয়া সাক্ষাতকারে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা উচ্চ প্রযুক্তি ব্যবহার করে দর্শকদের আগ্রহ বাড়াতে চাচ্ছি।’ দর্শক প্রত্যাশার কথা মাথায় রেখে ভেন্যুগুলোতে ওয়াই-ফাই সংযোজন দেয়া হচ্ছে, ‘এমনটাই দর্শকরা চায়। খেলা দেখার পাশাপাশি গ্যালারিতেও তারা ইন্টারনেট সংযোগ পাবে।’ যোগ করেন তিনি। অভিনব প্লেয়ার্স ট্র্যাকিং সম্পর্কে এলওয়ার্দি বলেন, ‘বিশেষ ক্যামেরা দিয়ে প্রত্যেক খেলোয়াড়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। এটা দিয়ে দর্শকরা খেলোয়াড়দের সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত বিস্তারিত জানতে পারবে।’ ওয়ানডের দ্বিতীয় সেরা এই বৈশ্বিক টুর্নামেন্ট এবার প্রযুক্তির ব্যবহারের দিক দিয়ে হতে যাচ্ছে পুরোপুরি স্মার্ট। এ জন্য বড় ধরনের বিনিয়োগ থাকছে আইসিসি আর ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। তাদের আশা, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো ক্রিকেটপ্রেমীদের নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। যেখানে অন্যতম আকর্ষণ ‘প্লেয়ার্স ট্র্যাকিং সিস্টেম’। তিন ভেন্যুতেই লন্ডনের ওভাল, বার্মিংহামের এজবাস্টন ও ওয়েলসের কার্ডিফে থাকবে যুগান্তকারী এই প্রযুক্তি। এর মাধ্যমে দর্শকরা একজন খেলোয়াড়ের গতিবিধি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন। থাকছে হক-আই ও রিভার্স স্ট্যাম্প ক্যামেরা। পাশাপাশি স্পাইডার ক্যামেরা তো থাকছেই। রিভার্স স্ট্যাম্প ক্যামেরা দিয়ে স্ট্যাম্পের দুইদিকের ছবিই টেলিভিশনে দেখতে পাবেন দর্শকরা। ম্যাচের দিন পুরো স্টেডিয়ামই পরিণত হবে ওয়াই-ফাই জোনে। এলওয়ার্দি বলেছেন, আসর শুরুর আগেই ৯০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এবারই সবচেয়ে বেশি দর্শক পেতে যাচ্ছে।
×