ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিঞ্চের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ মে ২০১৭

ফিঞ্চের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কেনিংটন ওভালে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৮ রানের ফাইটিং স্কোর গড়ে এ্যাঞ্জেলো ম্যাথুজের নেতৃত্বাধীন লঙ্কানরা। জবাবে ২ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া। দুর্দান্ত ব্যাটিং করেছেন এ্যারন ফিঞ্চ। আউট হওয়ার আগে ১৩৭ রানের মনোমুগ্ধকর ইনিংস উপহার দেন অসি ওপেনার। প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়, নিজেদের ঝালিয়ে নেয়াটাই দলগুলোর প্রধান লক্ষ্য। তবু ফল অনুকূলে এলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া করে নিল সেই কাজটাই। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেল ওয়ার্নার-ফিঞ্চরা। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি। নিরোশান দিকওয়েলা (৪১) চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ উপুল থারাঙ্গা (১৩), কুশল মেন্ডিস (৫) ও দিনেশ চান্ডিমাল (১৭)। ৯২ রানে ৪ উইকেট হারানো লঙ্কানরাই ইনিংসের মাঝপথে হয়ে ওঠে দুর্বার। অনেকদিন পর মাঠে ফেরা অধিনায়ক ম্যাথুজ সত্যিকার অধিনায়কের মতোই নেতৃত্ব দিয়েছেন দলকে। বিপর্যয়ের মুখ থেকে টেনে তুলে ১০৬ বলে খেলেন ৯৫ রানের ইনিংস। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করা ইনিংসটি সাজিয়েছিলেন তিনি ৯ চার ও ২ ছক্কায়। যোগ্য সঙ্গ পেয়েছিলেন অসেলা গুনারতেœর কাছ থেকে। এই ব্যাটসম্যান ৫৬ বলে খেলেন হার না মানা ৭০ রানের ঝোড়ো ইনিংস। তবে লঙ্কানদের রান ৩১৮ পর্যন্ত যেতে পেরেছে শেষদিকে সেক্কুগে প্রসন্ন ১৯ বলে ৩১ রানের কার্যকরী ইনিংসটি খেলায়। কঠিন লক্ষ্যে মাঠে নেমে ওয়ার্নার ১৯ রানে ফিরে গেলেও আরেক ওপেনার ফিঞ্চ করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার ১০৯ বলে ১১ চার ও ৬ ছক্কায় খেলা ১৩৭ রানের ইনিংসটা গড়ে দেয় জয়ের ভিত। যে ভিতের ওপর দাঁড়িয়ে শেষটা করেছেন টেভর হেড। মাথা ঠা া রেখে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। তিন ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় অলিম্পিক ভবনের ডাচ বাংলা অডিটরিয়ামে গতকাল শনিবার ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান কোহিনূর, ইকরামউজ্জমান, পারভেজ হাসান ও অবসরপ্রাপ্ত জাতীয় সাইক্লিস্ট ফারহানা সুলতানা শিলাকে সংবর্ধনা দেয়া হয়। নিজ নিজ কৃতিত্বের জন্য এ সন্মাননা প্রদান করা হয় ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, সাবেক তারকা ফুটবলার বাদল রায়। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হামিদা বেগম।
×