ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ কামাল এ্যাথলেটিক্স একাডেমির যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:৪৪, ২৮ মে ২০১৭

শেখ কামাল এ্যাথলেটিক্স একাডেমির যাত্রা শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের তৃণমূল পর্যায়ে এ্যাথলেটিক্সের প্রসার এবং আন্তর্জাতিক আসরে সাফল্যের লক্ষ্যে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের তত্ত্বাবধানে যাত্রা শুরু করেছে শেখ কামাল এ্যাথলেটিক্স একাডেমি। উদ্বোধন হলেও একাডেমির কার্যক্রম শুরু হবে জুনে। শুরুতে কোচেস ও জাজেস কোর্স, এরপর এ্যাথলেটদের নিয়ে হবে আবাসিক ক্যাম্প। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদে একাডেমির উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বাদল রায়, উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও আসাদুজ্জামান কোহিনূর, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, ফেডাশেনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ও স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার শেষ পর্যন্ত হাজির হননি। অনুষ্ঠানে এ পর্যন্ত এ্যাথলেটিক্সে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়বিদদেরও সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট ও সংগঠকদের তালিকা : বেগম রাবেয়া খাতুন, কাজী আবদুল আলীম, বেগম লুৎফুননেছা হক বকুল, এসএম জামান মুক্তা, বেগম কাজী জাহেদা আলী খান, বেগম জিনাত আহমেদ, ডলি ক্যাথরিন ক্রুজ, কাজী নাসিমা হামিদ, সুফিয়া খাতুন, সুলতানা কামাল (মরণোত্তর), শামীমা সাত্তার মিমু, রাজিয়া সুলতানা অনু, আলতাফ হোসেন, রওশন আখতার ছবি, শাহ আলম, মোশারফ হোসেন শামীম, মজিবুর রহমান মল্লিক, মাহবুব আলম, মিলজার হোসেন, গোলাম আম্বিয়া, নজরুল ইসলাম রুমী, ফৌজিয়া হুদা জুঁই, শর্মিলা রায়, লেঃ আমজাদ হোসেন (অব.), হামিদা বেগম, শামীম আরা টলি, এএসএম আলী কবির, ফরিদ খান চৌধুরী, মাহমুদা বেগম, নেলী জেসমিন, নিপা বোস, শহীদ শেখ কামাল (মরণোত্তর), ফিরোজা খাতুন এবং উম্মে সালমা রফিক।
×