ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৩৪১/৯ (৫০ ওভার), পাকিস্তান ৩৪২/৮ (৪৯.৩ ওভার), পাকিদের জয় ২ উইকেটে

পাকিস্তানের কাছে হেরেই গেল মাশরাফিরা

প্রকাশিত: ০৬:৪৪, ২৮ মে ২০১৭

পাকিস্তানের কাছে হেরেই গেল মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঝড়ো ইনিংসই খেললেন তামিম ইকবাল। বার্মিংহামের এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরিও করলেন। ৯৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০২ রানের ইনিংস খেললেন। তামিমের এ ইনিংসে বাংলাদেশও বিশাল স্কোর গড়ল। ৩৪১ রান করল। ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে এই রান করল বাংলাদেশ। জবাবে পাকিস্তানের হাসান আলি (১৫ বলে ২৭ রান) ও ফাহিম আশরাফের (৩০ বলে ৬৪ রান) ঝড়োব্যাটিংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। পাকিস্তান জয় ছিনিয়ে নেয় ২ উইকেটে। এই পরাজয় বাংলাদেশের জন্য দুর্ভাগ্যই বটে। তামিমের সেঞ্চুরির সঙ্গে ইমরুল কায়েস ৬১, মুশফিক ৪৬, মাহমুদুল্লাহ ২৯, মোসাদ্দেক হোসেন সৈকত ২৬, সাকিব আল হাসান ২৩ রান করেন। দুর্দান্ত ফর্মটা ধরে রাখলেন তামিম। আয়ারল্যান্ডে দারুণ একটা সিরিজ শেষ করার পর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচেও অসাধারণ ব্যাটিং করে চলেছেন। পাকিস্তানের বিপক্ষে তার বিস্ফোরক ব্যাটিং দেখা গেল। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে সৌম্য সরকারকে হারালেও তামিম ও ইমরুল কায়েসের ১৪২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি ইমরুল। মূলত সৌম্যর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে তাকে। সাব্বির রহমান নিয়মিত তিন নম্বরে খেলায় ওপেনিংয়ে জায়গা নিয়ে লড়াই করতে হচ্ছে দুই বাঁহাতিকে। ইমরুল ৬১ রান করে সাজঘরে ফেরেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে করেছিলেন ৮৬ রান। এরপর ত্রিদেশীয় সিরিজে খেলেছিলেন অপরাজিত ৬৪, ২৩, ৪৭ ও ৬৫ রানের ইনিংস। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে ফিরেই তিনি শতকের আনন্দে বিভোর। ইমরুলের বিদায়ের পর নামা মুশফিকুর রহিমও ঝড় তুলেছিলেন। তবে ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। ৩৫ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৬ রান করে ফেরেন মুশফিক। পাকিস্তানী বোলারদের বেশ ভালভাবেই সামলিয়েছেন তামিম। ওয়াহাব রিয়াজ, হাসান আলি, জুনায়েদ খানদের মতো বোলারদের বেধড়ক পিটিয়েছেন তামিম। ৩৯ বলে হাফ সেঞ্চুরি করার পর ৮৯ বলে শতকও করেন। শতক হওয়ার পরই অবশ্য ফিরে গেছেন তামিম। ৯৩ বলে ১০২ রান করার পর শাদাব খানের বলে জুনায়েদকে ক্যাচ দেন তিনি। তবে বাংলাদেশ যে এত রান করেছে তাতে মাঠের অবস্থার বিষয়টিও ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচের টস ভাগ্যটা গেছে বাংলাদেশের পক্ষে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব র?্যাঙ্কিংয়ে ছয় নম্বর দল হয়ে গেছে বাংলাদেশ। গায়ে এই র‌্যাঙ্কিং তকমা নিয়েই শনিবার ম্যাচ খেলতে নামেন বাংলাদেশ ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের মতো এই ম্যাচেও সাত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে মাশরাফির দল। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবে।
×