ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টানা পাঁচ সেঞ্চুরির ইতিহাসে সাঙ্গাকারা

প্রকাশিত: ০৬:৪২, ২৮ মে ২০১৭

টানা পাঁচ সেঞ্চুরির ইতিহাসে সাঙ্গাকারা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম শ্রেণীতে মাত্র অষ্টম ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরির অনন্য ইতিহাসে নাম লেখালেন কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুই বছর হলো। খেলছেন কেবল ইংলিশ কাউন্টি আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি২০তে। ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও বয়সের (৩৯ বছর) কথা বলে গত সপ্তাহেই প্রথম শ্রেণী থেকে আগাম অবসরের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ কাউন্টির এই মৌসুম শেষেই অভিজাত আঙিনায় পুরোপুরি সাবেক হয়ে যাচ্ছেন। ক্যারিয়ারজুড়ে লঙ্কান ক্রিকেটের ভার বয়ে চলা তুখোড় এ উইলোবাজ প্রথম শ্রেণীর শেষটাতেও সমানে রাঙিয়ে দিচ্ছেন। সারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে আগের ম্যাচে দুই ইনিংসে করেছিলেন ১১৪ ও ১২০ রান। এবার এসেক্সের বিপক্ষে দ্বিতীয়দিন শেষে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি ২০০! নিজের শেষ পাঁচ প্রথম শ্রেণীর ইনিংসে সাঙ্গাকারার স্কোর ১৩৬, ১০৫, ১১৪, ১২০ ও ২০০! মাঝে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সেঞ্চুরি এক (১২৪*) ও হাফ সেঞ্চুরি দুটি (৮১*, ৫৯)। সত্যি অবিশ্বাস্য। সাঙ্গাকে নিয়ে সেই ১৯০১ সাল থেকে ১১৬ বছরের ইতিহাসে প্রথম শ্রেণীতে (টেস্টসহ) টানা পাঁচ বা ততোধিক সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যাটা মাত্র ৮। এর মধ্যে টানা ছয় ইনিংসে সেঞ্চুরি আছে তিনজনেরÑ তারা হলেন চার্লস বারগেস ফ্রাই (১৯০১), স্যার ডন ব্র্যাডম্যান (১৯৩৮-১৯৩৯) ও মাইক প্রোক্টর (১৯৭০-১০৭১)। টানা পাঁচ সেঞ্চুরিতে স্যার এভারটন উইকস (১৯৫৫-১৯৫৬), ব্রায়ান লারা (১৯৯৩-১৯৯৪), মাইক হাসি (২০০৩) ও পার্থিব প্যাটেলের (২০০৭-২০০৮) পাশে বসলেন সাঙ্গাকারা। চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে এসেক্সের বিপক্ষে এদিন সাঙ্গাকারা যখন উইকেটে আসেন ৯ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে তার দল সারে। দ্রুত বিদায় দেখেছেন আরও তিন সতীর্থের। প্রথম ৫০ মিনিটে ৩১ রানেই ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া সারে তখন এক শ’র আগেই অলআউট হওয়ার শঙ্কায়। কিন্তু একজন সাঙ্গাকারা আছেন না! লঙ্কান গ্রেট সব শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিলেন। ষষ্ঠ উইকেটে তিনি স্যাম কুরানকে সঙ্গে নিয়ে গড়েন ১৯১ রানের জুটি। কুরান ৯০ করে ফিরলেও লঙ্কান গ্রেট তুলে নেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬১তম সেঞ্চুরি। অষ্টম উইকেটে সাঙ্গাকারা-স্টুয়ার্ট মেকারের অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটিতে সারে প্রথমদিন শেষ করে ৭ উইকেটে ৩৩৪ রানে। প্রথমদিন শেষে ২৭৬ বলে ২৩টি চারের সাহায্যে ১৭৭ রানে অপরাজিত। কাল আউট হয়েছেন ঠিক ২০০ রানে। ইংলিশ কাউন্টিতে সারের হয়ে লিস্ট-এ এবং প্রথম শ্রেণীতে নিজের শেষ ১২ ইনিংসে সাঙ্গাকারার স্কোর দেখুনÑ ৭১, ৪৬, ১৩৬, ১০৫, ৩২ (অপঃ) ৮১, ৬, ৫৯, ১৯ (অপঃ) ১২৪, ১২০ এবং ২০০। শ্রীলঙ্কার হয়ে ১৩৪ টেস্ট, ৪০৪ ওয়ানডে আর ৫৬ টি২০ ম্যাচ খেলেছেন সাঙ্গাকরা। সাদা পোশাকে ৫৭’র ওপরে গড় নিয়ে করেছেন ১২,৪০০ রান, হাঁকিয়েছেন ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে ১৪,২৩৪ রানের পাশাপাশি সেঞ্চুরি ২৫ ও হাফ সেঞ্চুরি ৯৩টি। টি২০তেও রয়েছে ১৩৮২ রান, ৮টি হাফ সেঞ্চুরি। সাঙ্গাকারা তো কেবল একজন ব্যাটসম্যানই ছিলেন না, ছিলেন একজন সফল উইকেটরক্ষকও। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার ক্যাচ ৫৮৪টি, স্ট্যাম্পিং ১১৯টি। প্রথম শ্রেণীতে রান ২০ হাজারের ওপরে, সেঞ্চুরি ৬১ ও হাফ সেঞ্চুরি ৮৫টি।
×