ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজেদের দিনে যে কোন কিছুই করে ফেলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বললেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

কঠিন গ্রুপ, তবু মনোবল অটুট

প্রকাশিত: ০৬:৪২, ২৮ মে ২০১৭

কঠিন গ্রুপ, তবু মনোবল অটুট

স্পোর্টস রিপোর্টার ॥ সবারই জানা, ১ জুন শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। মৃত্যুকূপে পড়েছে। স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে খেলতে হবে বাংলাদেশকে। সহজ বলতে কিছুই নেই। সেই কথাই আবার জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বলেছেন, ‘এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই কঠিন।’ সঙ্গে এও জানিয়ে রাখলেন, ‘আমাদের দিনে যে কোন কিছুই করে ফেলতে পারি।’ বিশ্ব ক্রিকেটে এখন শক্তিশালী দলই হয়ে উঠেছে বাংলাদেশ। যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে। হারানোর যোগ্যতাও রাখে। জেতার জন্যই খেলতে নামে। এভাবে জিততে জিততেই র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে গেছে বাংলাদেশ। এখন খেলাটাও সেভাবেই খেলতে হবে। মাশরাফি সেইদিকগুলোই তুলে ধরলেন, ‘এখন আমরা র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর দল। এটা আমাদের জন্য খুবই আনন্দের। এই মুহূর্তে পুরো দলই খুব উচ্ছ্বসিত। বিষয়টা আমাদের জন্য এখন চাপের। যতটুকু সম্ভব এখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ ২০০৬ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারেনি বাংলাদেশ। এবার র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থেকেই খেলতে নামবে। প্রতিপক্ষ দলগুলোও কঠিন। মাশরাফি তাই জানিয়েছেন, ‘এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই কঠিন। কারণ আমরা কঠিন একটা গ্রুপেই খেলছি। তবে আমাদের দিনে যে কোন কিছুই করে ফেলতে পারি আমরা। আমরা এখানে দল হিসেবেই খেলব। ঠিক যেমনটা সাম্প্রতিক সময়ে খেলে এসেছি।’ ২০১৫ বিশ্বকাপের পর থেকেই দুর্বার বাংলাদেশ। একের পর এক চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়ে প্রতিপক্ষের জন্য এখন রীতিমতো হুমকির নাম বাংলাদেশ। মাশরাফিও জানালেন গত দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরাটা দিয়ে খেলবেন তারা, ‘দেশের জন্য খেলা মানেই এখানে কিছু না কিছু প্রত্যাশা থাকে। যে কারণে চাপও থাকে। আমি মনে করি, এই টুর্নামেন্ট খুব সহজ হবে না। তাই আমাদের নিজেদের খেলাটা নিয়েই সতর্ক থাকতে হবে। গত দুই বছর আমরা যেভাবে খেলে এসেছি এখানেও ঠিক সেভাবে খেলেই অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’ ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ইংল্যান্ডকে পাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্ট নিয়ে মাশরাফি আরও জানান, ‘কঠিন একটা টুর্নামেন্ট অপেক্ষা করছে আমাদের জন্য। বিপক্ষ কন্ডিশনে খেলতে হবে শক্তিশালী সব দলের সঙ্গে। যদিও নিজের দিনে আপনি যে কোন কিছু করতে পারবেন। আমাদের দলে ভাল মানের খেলোয়াড় আছে, যারা ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। তাই এতদিন যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই আমরা।’ ২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডে ক্রিকেটে উড়ছে বাংলাদেশ। গত দুই বছরে মাশরাফিদের উন্নতিতে অবাক গোটা ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের ভক্তদের চাহিদাও বেড়ে গেছে অনেক। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাই মাশরাফিদের ওপর থাকবে প্রত্যাশার চাপ। বিষয়টা বাংলাদেশ অধিনায়ক জানেন, আর জানেন বলেই পরিকল্পনা সেরে রেখেছেন, ‘দেশের হয়ে আপনি যখনই খেলেন না কেন প্রত্যাশার চাপটা থাকবে সবসময়। এই কারণে আমার মনে হয় টুর্নামেন্টটা আমাদের জন্য খুব একটা সহজ হবে না। এজন্য আমাদের নিজেদের খেলার ওপর মনোযোগ দিতে হবে।’ ব্যাটিং-বোলিংটা তিনজাতি সিরিজে ভালই হয়েছে। কিন্তু ফিল্ডিংটা নিয়ে একটু সমস্যা রয়েই গেছে। সেই ফিল্ডিং নিয়ে চিন্তিত মাশরাফিও, ‘আপনার বাজে দিনে আপনাকে সবকিছু নিয়েই ভাবতে হবে। এমনকি শেষ ম্যাচেও আমরা চারটা ক্যাচ ছেড়েছি। এমন বড় মঞ্চে একই ভুল আমরা আবার করতে পারি না। আশাকরি আমাদের ফিল্ডিং ঠিক হয়ে যাবে।’ মুস্তাফিজুর রহমান এবার দুর্দান্ত কিছু করে দেখাতে পারেন। মাশরাফিও সেই ইঙ্গিতই যেন দিলেন। বলেন, ‘অস্ত্রোপচারের পর ও দারুণভাবে ফিরে এসেছে। ওকে নিয়ে কোন উদ্বেগ নেই। গত কয়েক বছর ধরেই ও আমাদের জন্য ভাল করছে। সামনে আরও ভাল কিছু করে দেখাবে। তাছাড়া আমরা এক বোলারের ওপরও নির্ভর করছি না। বাংলাদেশ দলে যখন যারা খেলেছে, সবাই গ্রেট। সবাই দেশের জন্য সেরাটা দিয়েছে। গত তিন বছরে খেলা সবারই বিশেষ ধন্যবাদ প্রাপ্য। তাদের অনেকেই হয়তো ড্রেসিং রুমে নেই, কিন্তু তারা সবাই ধন্যবাদ পাবে।’ মুস্তাফিজও দারুণ কিছু করে দেখানোর ভাবনাতেই আছেন। বলেছেন, ‘সবকিছু ঠিক আছে। আমি অনেকটাই আমার পুরনো ছন্দ ফিরে পেয়েছি এবং এখানে কোন অভিযোগ নেই। একটাই সমস্যা, আমার ইয়র্কারকে আরও ঠিক করতে হবে। অনেকদিন থেকেই এটা ঠিক মতো করতে পারছিলাম না। যত দ্রুত সম্ভব এই ক্ষেত্রে উন্নতি করতে চাই। আশাকরি শীঘ্রই তা পারব। আমি ত্রিদেশীয় সিরিজে আমার যাত্রা নিয়ে খুশি। তবে আরও খুশি হতাম যদি প্রথম ম্যাচে বল করার সুযোগ পেতাম। কিন্তু অন্যন্য ম্যাচে বল করে সন্তুষ্ট। আমি টুর্নামেন্টটা উপভোগ করেছি।’
×