ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৪, ২৮ মে ২০১৭

ভিয়েনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি

এম নজরুল ইসলাম, ভিয়েনা, অস্ট্রিয়া, থেকে ॥ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে অংশ নিতে দুইদিনের সরকারী সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসছেন। ওইদিন সকাল সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে রওনা হবেন তিনি। ওইদিনই স্থানীয় সময় বিকেল ৩টায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ভিয়েনার ১ নম্বর ডিস্ট্রিক্টে তার জন্য নির্ধারিত একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন। ৩০ মে বিকেল সাতটায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ভিয়েনায় প্রবাসী বাঙালীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হবে। ২৯ মে বিকেল ৬টায় গ্রান্ড হোটেল ভিয়েনার বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক অস্ট্রিয়া আওয়ামী লীগ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে ভিয়েনায় ৩০ মে থেকে তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী দিনে অংশ নেবেন। সম্মেলনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সদস্য রাষ্ট্র ও সংস্থাগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা আরও বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। হামদর্দের চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রগুলোতে বিনামূল্যে রুহ আফজা পানের ব্যবস্থা দেশব্যাপী প্রচন্ড দাবদাহে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে তৃষ্ণার্ত সকল মানুষের জন্য হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ দেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র হতে বিনামূল্যে পানীয় রুহ আফজা পানের ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার হামদর্দের প্রধান কার্যালয়ে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিবুল ইসলাম। উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ১০টি ফলের রস, ৪টি ফুলের নির্যাস এবং ১২টি ভেষজ উপাদান দিয়ে তৈরি রুহ আফজা একটি ঔষধি গুণসম্পন্ন পানীয়। রুহ আফজা অত্যধিক গরমে মূর্ছা যাওয়া বা হিট স্ট্রোক প্রতিরোধ করে। গরমের ক্লান্তি দূর করে শরীরকে রাখে সজীব, সতেজ, কর্মোদ্যমী ও চাঙ্গা। তিনি আরও বলেন, রুহ আফজা দেহের পানি ঘাটতি দ্রুত পূরণ করে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনে।-বিজ্ঞপ্তি কলাগাছ থেকে জিনস তৈরি ভারতের চেন্নাইয়ে তাঁতিদের গ্রাম হিসেবেই পরিচিত অনকপুতুর গ্রামের কিছু তাঁতি কলাগাছ থেকে নয়া ইকো-ফ্রেন্ডলি জিনস তৈরি করেছেন। এই জিনস তৈরি হয়েছে কলাগাছ থেকে তৈরি সুতো দিয়ে। কলাগাছ প্রচুর পরিমাণে জলে ভিজিয়ে রেখে আর রোদে শুকিয়ে সুতা তৈরি করে এই তাঁতিরা। এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে জুট ওয়েভার্স এ্যাসোসিয়েশন। -এনডিটিভি দৃষ্টিহীনদের টিভি দেখার সুযোগ স্পেনের রাজধানী মাদ্রিদে ‘ইউনিভার্সিদাদ চার্লস থ্রি দ্য মাদ্রিদ নামের বিশ্ববিদ্যালয় ও স্পেনের অন্ধ-বধির সংস্থাগুলোর জোট যৌথভাবে অন্ধ ও বধিরদের জন্য টিভি অনুষ্ঠান উপভোগ করার নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে কোন তৃতীয় ব্যক্তির সহযোগিতা ছাড়াই অন্যদের সঙ্গে একই সাথে টিভি অনুষ্ঠান উপভোগ করতে পারবে। -এনডিটিভি
×