ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাষা আন্দোলন ছিল জাতীয় মুক্তির টার্নিং পয়েন্ট ॥ এনইউ ভিসি

প্রকাশিত: ০৬:৩০, ২৮ মে ২০১৭

ভাষা আন্দোলন ছিল জাতীয় মুক্তির টার্নিং পয়েন্ট ॥ এনইউ ভিসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ৪৮ ও ৫২-র ভাষা আন্দোলন ছিল বাঙালীর জাতীয় মুক্তির লক্ষ্যে জাতীয় জাগরণের দীর্ঘ পথপরিক্রমায় এক টার্নিং পয়েন্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এর চূড়ান্ত পরিণতি। উভয়ই বাঙালীর অসাম্প্রদায়িকতা, সমন্বয়, সমতা ও সম্প্রীতির সত্তা বা আদর্শকে আমাদের সাহিত্য চেতনার মর্মমূলে স্থান করে দিয়েছে। এ দুটো যুগসৃষ্টিকারী ঘটনা নিয়ে অনেক সাহিত্য-চর্চা হলেও, এ বিষয়ে আমাদের আরও অধিক সাহিত্য-কর্ম থাকা বাঞ্ছনীয় ছিল। তিনি শনিবার জাতীয় বিশ^বিদ্যালয়ের গাজীপুরের একাডেমিক ভবনের সিনেট হলে বাংলাদেশ সরকার ও বিশ^ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে বাংলা বিষয়ে দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ-কর্মশালায় সভাপতির ভাষণে এসব কথা বলেন। কর্মশালার দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক, আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সফিউদ্দিন আহ্মেদ। দুই অপহৃত উদ্ধার ॥ ভুয়া ডিবিসহ আটক ৪ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পবিত্র রমজান সামনে রেখে গাজীপুরে মাদক, সন্ত্রাস ও মহাসড়কে হকার বিরোধী অভিযান শনিবার থেকে শুরু করেছে জেলা পুলিশ। অভিযানে পুলিশ পৃথক ঘটনায় অপহৃত সপ্তম শ্রেণীর এক ছাত্রীসহ দুইজনকে উদ্ধার করেছে। এসময় তিন ভুয়া ডিবি পরিচয়ধারীসহ চার অপহরণকারীকে আটক করা হয়েছে। শনিবার গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, জেলা শহরের পাশর্^বর্তী গিলাগাছিয়া গ্রামের মৃত খন্দকার গায়েছ আলীর ছেলে খন্দকার মজিবুর রহমানকে (৬৫) ক’দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে শুক্রবার রাতে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তাকে চান্দনা চৌরাস্তা এলাকায় নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে জেলা ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক এবং অপহৃতকে উদ্ধার করে। আটককৃতরা হলো-নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার কামারখালী গ্রামের লাল মিয়া পাঠানের ছেলে রুবেল পাঠান (৩২), গাজীপুরের জয়দেবপুর থানার কাথোরা এলাকার রবি উল্লাহর ছেলে শহীদুল ইসলাম (৩০) ও একই থানার দক্ষিণ সালনা এলাকার হাবিবুল্লাহর ছেলে আব্দুল মোমেন (৩৫)। তিনি আরও জানান, গত ৬ মে ৭ম শ্রেণীর ছাত্রী তানিয়া হোসাইন অন্তিকা (১৪) কে অপহরণ করে জয়দেবপুর থানাধীন চান্দনা হাজী মার্কেট এলাকার জনৈক ভাড়াটিয়া দুই সন্তানের জনক আসামি শরীফ। এ ঘটনায় শুক্রবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকার আনন্দদ্বীপ হাউজিং এর সামনে থেকে অপহরণকারী কুমিল্লা জেলার বুড়িচং থানার সুন্দ্রম এলাকার আব্দুর রবের ছেলে শরীফকে আটক করা হয় এবং অপহৃত ভিকটিম অন্তিকাকে উদ্ধার করা হয়।
×