ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় দাদার হাতে নাতি খুন

প্রকাশিত: ০৬:২৯, ২৮ মে ২০১৭

সাতক্ষীরায় দাদার হাতে নাতি খুন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বকচরায় মধ্যরাতে আট বছর বয়সী ঘুমন্ত নাতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দাদা। এ ঘটনায় দাদা ইসরাইল মালিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সম্রাট (৮)। সে আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালির ছেলে এবং স্থানীয় বকচরা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্র জানায়, চেয়ারম্যান মজনু মালির বাবা ইসরাইল মা বেশ কয়েকদন যাবত মানসিক ভারসাম্যহীন জীবনযাপন করছেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাওয়া শেষে নাতি সম্রাটকে কাছে নিয়ে দাদা ইসরাইল মালিসহ পরিবারের অন্যরা ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে ইসরাইল মালি ধারালো দা দিয়ে ঘুমন্ত সম্্রাটকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। টাঙ্গাইলে বৃদ্ধ ও গৃহবধূ নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, ঘাটাইলে সীমানা প্রাচীরের গাছ কাটা নিয়ে উপজেলা সদরের নুচিয়া মামুদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে আজাহার উদ্দিন (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী হাজেরা খাতুন। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে নুচিয়া মামুদপুর এলাকায় আজাহার উদ্দিন তার বাড়ির সীমানায় গাছ কাটতে গেলে পাশের বাড়ির রনি ও শামছুল বাধা দেয়। পরে তাদের সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রনি লাঠি দিয়ে আজাহার উদ্দিনের মাথায় আঘাত করলে মাটিয়ে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় আহত হয় তার স্ত্রী। এদিকে বাসাইলে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী দীপা বেগম (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফণী মিয়াকে (৩২) আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাশিল ইউনিয়নের দেউলি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফণী মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী দীপা বেগমকে লাঠি দিয়ে আঘাত করে। এতে স্ত্রী দীপা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চিকিৎসকরা ঢাকা রেফার্ড করে। ঢাকা নেয়ার পথে রাতে দীপা বেগমের মৃত্যু হয়। চৌগাছায় নববধূর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার যশোর থেকে জানান, শুক্রবার গভীর রাতে চৌগাছায় ঊর্মি খাতুন (১৯) নামে নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে ও একই উপজেলার কোমরপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আট মাস আগে জামাল হোসেনের সঙ্গে ঊর্মি খাতুনের বিয়ে হয়। কিছুদিন পর তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। শুক্রবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজন তার বাবার বাড়িতে খবর দেয়, ঊর্মি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার চাচা আতিয়ার রহমান ও ফুফা খলিলুর রহমানসহ আত্মীয়-স্বজনরা সেখানে গিয়ে ঊর্মির লাশ দেখতে পান। এ ঘটনায় তাদের সন্দেহ হয়। তারা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। আখাউড়ায় গুলিবিদ্ধ লাশ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আখাউড়া উপজেলার মনিয়ন্দ থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বুকে ৪টি গুলির চিহ্ন রয়েছে। শনিবার সকালে মনিয়ন্দ হাই স্কুলের সামনে পুকুরের পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি কসবার শিমরাইলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, নিহতের নাম দুলাল মিয়া ওরফে ঠোঁট কাটা দুলাল। তার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে। আদমদীঘিতে বৃদ্ধার লাশ নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, আদমদীঘির বশিকোড়া গ্রামে আমেনা বেগম (৭৫) নামের বৃদ্ধা নিখোঁজের ১৪ ঘণ্টা পর বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা পানিতে ডুবে মারা গেছে না-কি কেউ হত্যা করে পুকুরে ফেলে রেখে গেছে এ নিয়ে গ্রামের মানুষের মনে প্রশ্ন উঠেছে। নিহত আমেনা বেগম বশিকোড়া শাহপাড়ার মছির উদ্দিনের স্ত্রী। যুবককে ছুরিকাঘাত এদিকে বাগবাড়ী গ্রামে, মিলাদ মাহফিল অনুষ্ঠানের পাশে উচ্চ ভলিউমে গান বাজাতে বাধা দেয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফরহাদ আহম্মেদ আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় নওগাঁ সদর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফরহাদ আহম্মেদ বাগবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে শনিবার আদমদীঘি থানায় আহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের পিতা-পুত্রসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পর পুলিশ আমজাদ হোসেন (৫০) তার ছেলে ইদ্রিছ আলী (১৯) ও নিরব হোসেন (১৫) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বাগবাড়ী গ্রামের দক্ষিণ পাড়ায় নজরুল ইসলামের খলিয়ানে মিলাদ মাহফিল চলছিল। পাশেই আসামিরা ডেকসেটে উচ্চ ভলিউমে গান বাজাচ্ছিল। এ সময় নজরুল ইসলামের ছেলে ফরহাদ আহম্মেদ বাধা দিলে বাগ্বিত-ার এক পর্যায়ে আসামিরা ফরহাদকে ছুরিকাঘাত করে।
×