ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীর সোনাদীঘি দখলমুক্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি

প্রকাশিত: ০৬:২৮, ২৮ মে ২০১৭

রাজশাহীর সোনাদীঘি দখলমুক্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঐতিহ্যবাহী সোনাদীঘি দখলমুক্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৯ মে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেবে ওই কমিটি। গত ২১ মে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ কমিটি গঠন করে। দীর্ঘদিন ধরে সোনাদীঘি দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়ে আসছে রাজশাহীবাসী। এরই প্রেক্ষিতে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থানীয় কমিটিতে বিষয়টি তোলেন। এরপরই স্থানীয় সরকার বিভাগ বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। গত ১৭ মে স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখা স্থানীয় সরকার রাজশাহী বিভাগকে এ আদেশ দেয়। সংশ্লিষ্ট দফতর শনিবার এ তথ্য জানায়। স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক শ্যাম কিশোর রায় জানিয়েছেন, রাজশাহী সিটি কর্পোরেশন মালিকানাধীন সোনাদীঘি ঘিরে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে রয়েছে। স্থানীয় সরকার বিভাগের চিঠির প্রেক্ষিতে তারা কমিটি গঠন করেছে। আগামী ২৯ মে সকাল ১১টায় কমিটির সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরেজমিনে তদন্ত করবেন। এসময় উপস্থিত থাকবেন কমিটির সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ বিষয়ে তথ্য প্রমাণসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জানানো হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে বোয়ালিয়া থানার সহকারী কমিশনারকেও (ভূমি) । বিষয়টি চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ছাড়াও জেলা প্রশাসককে। তাদের অথবা তাদের প্রতিনিধিদেরও তথ্য প্রমাণসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
×