ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ২৩৫ মাদকসেবীর আত্মসমর্পণ

প্রকাশিত: ০৬:২৮, ২৮ মে ২০১৭

নেত্রকোনায় ২৩৫ মাদকসেবীর আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৭ মে ॥ জেলার সদর ও পূর্বধলা উপজেলার ২৩৫ মাদকসেবী ও বিক্রেতা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। মাদকসেবী ও বিক্রেতাদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা পুলিশের পুনর্বাসন কর্মসূচীতে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করতে আসে। শনিবার স্থানীয় পুলিশ লাইনস্ মিলনায়তনে এ আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম। পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোছাইন আকন্দ, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রবীণ চিকিৎসক ডাঃ এম এ হামিদ, পিপি জিএম খান পাঠান বিমল, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত মাদকসেবী ও বিক্রেতাদের ‘মাদককে না বলার’ শপথ পাঠ করানো হয়। এছাড়া অনুষ্ঠান শুরুর আগে কাইলাটি সড়কে একটি র‌্যালি বের করা হয়। রাজশাহীতে পিটিআই সহকারী সুপারের বিরুদ্ধে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) সহকারী সুপারের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। শনিবার সকাল ১০টার দিক থেকে তারা এ কর্মসূচী শুরু করেন। শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করার প্রতিবাদে এ বিক্ষোভ করেন শিক্ষকরা। আন্দোলনরত কয়েক শিক্ষক জানান, সহকারী সুপার সেফালি বানু প্রশিক্ষণের নামে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এর প্রতিবাদ করলেই শিক্ষকদের সঙ্গে তিনি নানাভাবে দুর্ব্যবহার করেন। শিক্ষকদের সঙ্গে অব্যাহত অশালীন আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে তারা সকাল থেকে ক্লাস বর্জন করে পিটিআইর সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা আরও জানান, জানুয়ারি থেকে ২৩০ শিক্ষক পিটিআইয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। মোট এক বছরের এই প্রশিক্ষণের শুরু থেকেই সহকারী সুপার সেফালি বানু নানাভাবে অনিয়ম করে আসছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পিটিআই সহকারী সুপার বলেন, সুবিধা না পেয়ে শিক্ষকদের একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
×