ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধূমপানে বাধা

বরিশাল ভার্সিটি ছাত্রদের হামলায় আহত ২০ ॥ ৫০ দোকান ভাংচুর

প্রকাশিত: ০৬:২৭, ২৮ মে ২০১৭

বরিশাল ভার্সিটি ছাত্রদের হামলায় আহত ২০ ॥ ৫০ দোকান ভাংচুর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্থানীয় সমাজসেবকের সামনে ধূমপানে বাধা দেয়ায় শুক্রবার রাতে বরিশাল বিশ^বিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণকাঠি ও চরআইচা এলাকায় ৫০ দোকান এবং বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। বিক্ষুব্ধ ছাত্ররা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের প্রায় ৩০টি যানবাহনে হামলা চালিয়েছে। অভিযোগ রয়েছে ছাত্ররা দোকান ভাংচুর করে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে। খবর পেয়ে পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর উপজেলার কর্ণকাঠিতে অবস্থিত ভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন এলাকার চায়ের দোকানী সেলিম হাওলাদার জানান, রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় সমাজসেবক সুরুজ মোল্লার সামনে বসে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ধূমপান করছিল। স্থানীয় যুবক জয় এ দৃশ্য দেখে তাদের অন্য স্থানে গিয়ে ধূমপান করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়ের ওপর চড়াও হয় ধূমপানরত শিক্ষার্থীরা। স্থানীয়দের সঙ্গে ওই ছাত্রদের বাগ্বিত-ার একপর্যায়ে শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের মোবাইল ফোনে খবর দিয়েই সেলিমের দোকানে হামলা চালায়। মুহূর্তের মধ্যে বিশ^বিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে সারিবদ্ধ দোকানগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটপাট করে নেয়। স্থানীয় মোবাইল রিচার্জের দোকানী মহসিন মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের দোকান ভাংচুরের সময় একটি কালো রঙের ব্যাগ নিয়ে প্রবেশ করে দোকানগুলো থেকে নগদ টাকা, মোবাইল ফোন লুটপাট করে নেয়। মুদি দোকানী আমিনুল ইসলাম সবুজ হাওলাদার অভিযোগ করেন, তার দোকান ভাংচুর করে দশ হাজার টাকা লুট করা হয়েছে। তিনি জানান, তার দোকানের সামনে সৈয়দ মেডিক্যাল হল ও মোল্লা মেডিক্যাল হল নামের দুটি ওষুধের ফার্মেসি ভাংচুর করে সেখান থেকেও লুট করা হয়েছে। রাত ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্ররা গাড়ি ভাংচুর করে। এ ভাংচুরের দৃশ্য ক্যামেরায় ধারণ করার সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। আহত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন জানান, কর্ণকাঠি এলাকার বখাটে রাজু দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। এছাড়া ক্যাম্পাসে সে মাদক বিক্রি ও সেবন করত। এ নিয়ে দীর্ঘদিন থেকে তাদের সঙ্গে রাজুর দ্বন্দ্ব চলে আসছিল। সর্বশেষ শুক্রবার রাতে আল-আমিনসহ ১০-১২ জন ছাত্র ভার্সিটির সামনে একটি দোকানে চা পান করার সময় স্থানীয় বখাটে জয়, বাপ্পি ও আশিক আমাদের ওপর হামলা চালিয়েছে। পরে ভার্সিটির সামনে অস্ত্র নিয়ে মহড়া দিলে হলের বিক্ষুব্ধ ছাত্ররা প্রতিবাদ করে। ধাওয়া পাল্টাধাওয়ার খবর পেয়ে পুলিশ রাত ১২টায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×