ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর বেড়েছে ১২ খাতে

প্রকাশিত: ০৬:২৪, ২৮ মে ২০১৭

দর বেড়েছে ১২ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ খাতে দর (রিটার্ন) বেড়েছে। অন্যদিকে দর কমেছে বাকি ৮ খাতে। ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এই খাতে ৩.৭ শতাংশ দর বেড়েছে। এরপরে পর্যটন ও ভ্রমণ খাতে ২.৮ শতাংশ দর বেড়েছে। অন্য খাতগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ডে ২.৩ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ২.১ শতাংশ, জ্বালানি ও বিদ্যুত খাতে ১.৮ শতাংশ, বিবিধ খাতে ১.৭ শতাংশ, ট্যানারি খাতে ১.২ শতাংশ, পাট খাতে দশমিক ৯০ শতাংশ, টেলিকম খাতে দশমিক ৫ শতাংশ, কাগজ খাতে দশমিক ৫ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৪ শতাংশ এবং ফার্মাসিউটিক্যালস খাতে দশমিক ১ শতাংশ দর (রিটার্ন) বেড়েছে। এছাড়া দর কমেছে বাকি ৮ খাতে। এর মধ্যে সিমেন্ট খাতে সবচেয়ে বেশি দর কমেছে। এই খাতে ১ শতাংশ দর কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার চাহিদার শীর্ষে মোজাফ্ফর স্পিনিং বৃহস্পতিবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের বা চাহিদার শীর্ষে উঠে এসেছে মোজাফ্ফর হোসাইন স্পিনিং। এ দিন কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৭.৭৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৯.৭ টাকা। যা বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩২ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ২৯.৪ টাকা থেকে ৩২.৫ টাকায় লেনদেন হয়। টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যেÑ প্রাইম ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, বিএটিবিসির ৩.৮০ শতাংশ, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৩.৬৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ, বিডি অটোকারসের ৩.০৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ২.৯৬ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৮৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ২.৭৪ শতাংশ ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ২.৭৪ শতাংশ দাম বেড়েছে। দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেয়া হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×