ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন কমেছে ৯.১১ শতাংশ

প্রকাশিত: ০৬:২৪, ২৮ মে ২০১৭

ডিএসইতে লেনদেন কমেছে ৯.১১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন কমার পরিমাণ ছিল ৯ দশমিক ১১ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৬৯৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৯৭০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। সেই হিসেবে গত সপ্তাহে লেনদেন কমেছে ২৭০ কোটি ৭১ লাখ টাকা বা ৯.১১ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ৫৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৭৮ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২১ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ২৬ শতাংশ বা ১৪.১৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৯৮ শতাংশ বা ১৯.৫৭ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৪৩ শতাংশ বা ৫.৪০ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টি কোম্পানির। আর দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। এদিকে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩.২০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ৪৯ হাজার ১৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৬ কোটি ২৫ লাখ ১৫ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনস এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৮.৪২ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডরিন পাওয়ার, অগ্নি সিস্টেমস, এমজেএল বাংলাদেশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, বারাকা পাওয়ার এবং এসিআই লিমিটেড। এদিকে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে পেনিনসুলা চিটাগাং লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.৬৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৬৭ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৩ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১২.৮৬ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১.৬৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৪৪ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৭৭ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মোজাফফার হোসেন স্পিনিং মিলস ১০.৭৩ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে ৯.৮৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডে ৯.০৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সে ৮.৬৬ শতাংশ, ইউনাইটেড পাওয়ার এ্যান্ড জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিউশন কোম্পানিতে ৮.৪২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সে ৭.৯৮ শতাংশ এবং এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডে ৬.৮২ শতাংশ দর বেড়েছে। অপরদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩.৭১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫৬ কোটি ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১২.৮৪ শতাংশ কমেছে। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতি ইন্স্যুরেন্সে ১১.৬৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১১.১১ শতাংশ, প্রভাতি লাইফ ইন্স্যুরেন্সে ১০.৬৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সে ১০.৪৩ শতাংশ, ব্যাংক এশিয়াতে ৯.৫৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সে ৯.১৭ শতাংশ এবং প্রগতি ইন্স্যুরেন্সে ৯.১৭ শতাংশ দর কমেছে।
×