ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তালিকাভুক্ত ৮ ব্যাংকে বিদেশী বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৬:২৩, ২৮ মে ২০১৭

তালিকাভুক্ত ৮ ব্যাংকে বিদেশী বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ৮ ব্যাংকে বিদেশীদের বিনিয়োগ বেড়েছে। এর মধ্যে কোন কোন ব্যাংকের শেয়ারে তাদের বিনিয়োগ বেড়েছে কয়েকগুণ। এদিকে ব্যাংকগুলোতে বিদেশীদের বিনিয়োগ বাড়াকে বাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুর রহমান বলেন, বিদেশীদের বিনিয়োগ বৃদ্ধি ভাল। তারা কোন শেয়ারে বিনিয়োগ ক্ষেত্রে অনেক যাচাই-বাছাই করে যে শেয়ারে বিনিয়োগ নিরাপদ মনে করেন সেই শেয়ারই বিনিয়োগের জন্য বেঁছে নেন বলেই মনে করি। তিনি আরও বলেন, বাজারের অনেক কোম্পানির শেয়ারই এখন বিনিয়োগ উপযোগী। ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এক মাসের ব্যবধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ারে বিদেশীদের বিনিয়োগ বেড়েছে ২ দশমিক ৭৮ গুণ। শেয়ার ধারণ সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে ইসলামী ব্যাংকের ৪২ দশমিক ১৭ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছেন বিদেশী বিনিয়োগকারীরা। এর আগের মাসে অর্থাৎ মার্চে এ ব্যাংকে বিদেশীদের বিনিয়োগ ছিল ১৫ দশমিক ১৫ শতাংশ। সে হিসেবে মার্চের তুলনায় এপ্রিলে ২৭ দশমিক ০২ শতাংশ বেশি শেয়ারে বিনিয়োগ করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। দেখা গেছে, এপ্রিলে শেয়ারটির লেনদেন হয়েছে ৩৬ টাকা থেকে ৩২.২০ টাকার মধ্যে। আলোচ্য সময়ে উদ্যোক্তা/পরিচালক শেয়ার ধারণ কমেছে ২৭ দশমিক ৪১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ কমেছে শূন্য দশমিক ১৯ শতাংশ। তবে মঙ্গলবার কোম্পানির উদ্যোক্তা পরিচালক আইডিবি হাতে থাকা মোট শেয়ারের মধ্যে ৮ কোটি ৬৯ লাখ শেয়ার বিক্রি করেন। এদিকে মার্চের তুলনায় এপ্রিলে ওয়ান ব্যাংকের শেয়ার বিদেশীদের বিনিয়োগ বেড়েছে ৪৬ দশমিক ৮৬ গুণ। মার্চে এ ব্যাংকের শূন্য দশমিক ১৪ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছিলেন বিদেশীরা। তবে এপ্রিলে তাদের ধারণ করা শেয়ার ৬ দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৫৬ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ধারন কমেছে। এ খাতের এপ্রিলে সিটি ব্যাংকের মোট শেয়ারের ৮ দশমিক ১৯ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছেন বিদেশীরা। এর আগের মাসে ৮ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছিলেন বিদেশী বিনিয়োগকারীরা। আলোচ্য সময়ে উদ্যোক্তা/পরিচালকদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে। এ ছাড়া বিদেশী বিনিয়োগকারীরা এপ্রিলে এক্সপোর্ট ইম্পোর্ট (এক্সিম) ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেডের ৩ দশমিক ৭২ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছেন। এর আগের মাসে এ ব্যাংকের ৩ দশমিক ২৩ শতাংশ শেয়ারে বিনিয়োগ ছিল বিদেশিদের। আলোচ্য সময়ে এ ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪ দশমিক ৯৫ শতাংশ শেয়ারে এপ্রিলে বিনিয়োগ করেছেন বিদেশীরা। এর আগের মাসে অর্থাৎ মার্চে বিদেশি বিনিয়োগকারীরা এ ব্যাংকের ৪ দশমিক ৫৯ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছিলেন। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ কমেছে। এপ্রিলে মার্কেন্টাইল ব্যাংকের মোট শেয়ারে বিদেশীদের বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ শতাংশে। এর আগের মাসে এ ব্যাংকের ১ দশমিক ৭২ শতাংশ শেয়ারে বিনিয়োগ ছিল বিদেশীদের। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি কমেছে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ। এ ছাড়াও প্রাইম ব্যাংকের শূন্য দশমিক ৫৮ শতাংশ শেয়ারে এপ্রিলে বিনিয়োগ করেছেন বিদেশী বিনিয়োগকারীরা। এর আগের মাসে এ শেয়ারে তাদের বিনিয়োগের পরিমাণ ছিল শূন্য দশমিক ৩৭ শতাংশ। আলোচ্য সময়ে উদ্যোক্তা/পরিচালকের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে। মার্চে উত্তরা ব্যাংকের শেয়ারে বিদেশীদের বিনিয়োগ ছিল ১ দশমিক ৫৪ শতাংশ, যা এপ্রিলে বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৯১ শতাংশে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে। জানতে চাইলে বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমদ বলেন, বিদেশী বিনিয়োগ বৃদ্ধি বাজারের জন্য সুখবর।
×