ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় এয়ারশিপ

প্রকাশিত: ০৬:১২, ২৮ মে ২০১৭

সবচেয়ে বড় এয়ারশিপ

সার্চ জায়ান্ট গুগলের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান এ্যালফাবেটের প্রেসিডেন্ট সের্গেই ব্রিন বিশ্বের সবচেয়ে বড় এয়ারশিপ তৈরি করছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে বিশাল এই ক্র্যাফট নাসাতে তৈরি করা হচ্ছে। এই এয়ারশিপ লম্বায় প্রায় ৬৫০ ফুটের কাছাকাছি এবং এটি তৈরিতে খরচ হবে আনুমানিক ১০০ থেকে ১৫০ মিলিয়ন ডলার। এয়ারশিপ ডিজাইনার ইগোর প্যাসটারনাক বলেন, ট্রাক আপনার সড়কের জন্য ভাল, ট্রেন শুধু যেখানে রেল লাইনে আছে সেখানে যেতে পারে এবং প্লেনের জন্য দরকার এয়ারপোর্ট। আর এই এয়ারশিপ যে কোন জায়গায় ল্যান্ড করানো সম্ভব। ধারণা করা হচ্ছে এই এয়ারশিপ দিয়ে মানবিক সহায়তা প্রয়োজনে দূরবর্তী এলাকায় খাদ্য ও দরকারী জিনিসপত্র সরবরাহ করা হবে। -দ্য গার্ডিয়ান
×