ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দশ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ১৮

প্রকাশিত: ০৬:০৯, ২৮ মে ২০১৭

দশ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ১৮

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের দশ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছে ১৮ জন। এর মধ্যে গাইবান্ধায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন, দিনাজপুরে তিনজন, ময়মনসিংহে বাস খাদে পড়ে তিনজন, সীতাকু-ে দুইজন ও বাগেরহাটে নিহত হয়েছে দুইজন। এছাড়া মাদারীপুর, পিরোজপুর, বরগুনা, নড়াইল ও জামালপুরে মারা গেছেন একজন করে। শুক্রবার ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। গোবিন্দগঞ্জ ॥ গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে ফাঁসিতলা এলাকায় শুক্রবার গভীর রাতে গরু বোঝাই ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহতরা হলো- মহিবুল হক (৪৪) ও মানু মিয়া (৪৩)। তাদের দু’জনের বাড়ি মেহেরপুর জেলায়। নিহত অপরজনের নাম জানা যায়নি। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ২টায় ঢাকাগামী গরু বোঝাই ট্রাক ও রংপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাক ওই এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরু বোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন নিহত হয়। এছাড়া ওই সংঘর্ষে আহত হয় দু’জন। দিনাজপুর ॥ নবাবগঞ্জ উপহেলায় ট্রাক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাদুরিয়া পাকুরিয়া রতœাদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান (২২), একই উপজেলার খোরশেদ আলমের ছেলে আসলাম হোসেন (৩৫) ও সাইফুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪০)। এদিকে ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং শনিবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্স যোগে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ ॥ উপজেলার ত্রিশালে একটি বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ত্রিশালের রায়মনি চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, মুক্তাগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসটি চেলের ঘাট এলাকায় আরেকটি বাসকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারুক শেখ (৩৫) ও উত্তম বৈরাগী (৪৫) নামের দুই ভ্যান চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫ জন। শনিবার বেলা ১১টার দিকে খুলনা-মংলা মহাসড়কের কাটাখালী মোড়ে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে ভ্যানে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ফারুক শেখ ফকিরহাট উপজেলার সাতবাড়ীয়া গ্রামের শাহদাত হোসেনের ছেলে ও উত্তম বৈরাগী চাদেরডোন গ্রামের নরেন বৈরাগীর ছেলে। সীতাকু- ॥ সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার রাত ও শনিবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক পৃথক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন-সীতাকু- উপজেলার মাদামবিবিরহাট সোনারগাঁ পেট্রোলপাম্প এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ আলম (৬০) ও একই উপজেলার ফুলতলা এলাকার সামছুল আলমের পুত্র নিশান (২২)। মাদারীপুর ॥ শিবচর-চান্দেরচর সড়কের কালিতলা এলাকায় শনিবার দুপুরে একটি ইটবাহী মাহেন্দ্র গাড়ির চাপায় খালেক মুন্সি (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। জানা গেছে, শনিবার দুপুরে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ওকে ইটের ভাটার মালিক হেলাল ও তাইজুদ্দিনের মালিকাধীন একটি মাহেন্দ্র গাড়ি ভাটা থেকে ইট নিয়ে শিবচরের উদ্দেশে রওনা দেয়। গাড়িটি কালিতলা এলাকায় এসে খালেক মুন্সিকে (৭০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিরোজপুর ॥ মঠবাড়িয়ায় মালবাহী ট্রলির চাপায় এসাহাক হাওলাদার (মালেক) (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে মালবাহী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে মঠবাড়িয়ার ধানীসাফা বাজারের সড়কের পার্শ্বস্থ একটি চায়ের দোকানে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ এসাহাক হাওলাদার উপজেলার ধানীসাফা গ্রামের ছোমেদ হাওলাদারের ছেলে । নড়াইল ॥ নড়াইল-যশোর সড়কের মৎস্য হ্যাচারী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক আব্দুল আজিজ (৩৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজ সদরের লস্করপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। জামালপুর ॥ মেলান্দহ উপজেলার চারাইলদার গ্রামে শনিবার সকালে ট্রাকচাপায় সোয়াইব হোসেন (২২) নামে একজন পথচারী নিহত হয়েছেন। নিহত সোয়াইব হোসেন উপজেলার চারাইলদার গ্রামের সুলতানের ছেলে। বরগুনা ॥ তালতলীতে শনিবার সকালে মোটরসাইকেল প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক জুলহাস প্যাদা (৪০) নিহত হয়েছে। চালক জহিরুল (২২) ও জব্বার (৩২) গুরুতর আহত হয়। আহত দু’জনকে বরিশাল শেবাচিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×