ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ডিএসসিসি

প্রকাশিত: ০৬:০৬, ২৮ মে ২০১৭

রমজানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার ॥ রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সেহরি, ইফতারের জন্য তৈরিসহ সকল ভেজাল খাবারের বিরুদ্ধে আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একইসঙ্গে বিক্রেতার কাছে তালিকার চেয়ে অতিরিক্ত মূল্য রাখলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) খান মোঃ বিলাল, রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারসহ ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মেয়র বলেন, আটটি ভ্রাম্যমাণ আদালত ডিএসসিসি এলাকার কাঁচাবাজারগুলোতে নজরদারি করবে। ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনার ১৩টি কাঁচাবাজার এবং বিভিন্ন সমিতির ব্যবস্থাপনায় ১৬টি বাজারে এসব ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। তিনি বলেন, আমাদের ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তাদের নিয়ে আটটি মোবাইল কোর্ট করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং অন্য সংস্থার প্রতিনিধিরাও থাকবেন। তারা বাজারগুলো ঘুরে দেখবেন। কেউ যাতে তালিকার চেয়ে অতিরিক্ত দাম রাখতে না পারে তা এ আদালতগুলো পর্যবেক্ষণ করছেন। মেয়র বলেন, বাজারে আমরা মূল্যতালিকা টানিয়ে দিয়েছি। আমরা বসে থাকব না। অতিরিক্ত দাম কেউ রাখলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেব। এ সময় তিনি পণ্যের দামের যে তালিকা টানানো হয়েছে তা অনুসরণ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি হাতিরপুল বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় চালের দাম কেজিতে ৩ টাকা করে বেশি রাখার দায়ে এ সময় একটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
×