ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না ॥ কাদের

প্রকাশিত: ০৬:০৪, ২৮ মে ২০১৭

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে  না ॥ কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সারাদেশ থেকে ভাস্কর্য অপসারণে হেফাজতে ইসলামের দাবির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় যে ভাস্কর্যগুলো বাংলাদেশের স্থাপিত হয়েছে এ ভাস্কর্যগুলোর সঙ্গে সুপ্রীমকোর্টের ভাস্কর্যের কোন সর্ম্পক নেই। সেগুলো মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিজড়িত এগুলো অপসারণ করার প্রশ্নই উঠে না। এসব ভাস্কর্য আছে এবং ভবিষ্যতেও সরকারী অনুদানে নির্মিত হবে- এ ব্যাপারে সরকার অনড় ও অটল অবস্থানে আছে। তিনি বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার ও যার অসীম সাহসের কারণে বিচার কার্য সম্পন্ন হয়েছেÑ তার অবস্থান নিয়ে কথা বলা যৌক্তিক নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া আর কারও কাছে আত্মসমর্পণ করে না। শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসন ও রাস্তা সম্প্রসারণ কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর তার সঙ্গে উপস্থিত ছিলেনÑ সওজ ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ছরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন, সোনারগাঁ থানার ওসি এস এম মঞ্জুর কাদের, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরিফুল আলম, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল মাহমুদ ও হাছান ইমাম প্রমুখ। মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তার বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যায়। তারা অতিরিক্ত ট্রিপ নিতে গিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালায়। এদের জন্যই ঈদের সময় যানজটের সৃষ্টি হয়। রাস্তার শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে ধৈর্য্যরে অভাব রয়েছে। ধৈর্যের অভাব যাতে দূর করা যায় সেই জন্য মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ঈদের সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবার আনসার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমরা ঈদের আগেই সব প্রস্তুতি নিতে শুরু করেছি। মালিকদের অনুরোধ করা হয়েছে যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামান। যে গাড়িগুলো লক্কড়-ঝক্কড় মার্কা ওই গাড়িগুলো রাস্তায় নষ্ট হয়ে যায়। এ গাড়িগুলোই যানজটের সবচেয়ে বড় কারণ। মন্ত্রী বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় দেখেছি ৮ লেনের জায়গায় ৩-৪ লেনের ওপর ট্রাক দখল করে আছে। রোজার ঈদকে সামনে রেখে জনভোগান্তি কমাতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ ও পার্কিং করা ট্রাকসহ যানবাহন সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
×