ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিভাগীয় শহরে ‘কমলাপুরাণ’

প্রকাশিত: ০৩:৪২, ২৮ মে ২০১৭

বিভাগীয় শহরে ‘কমলাপুরাণ’

স্টাফ রিপোর্টার ॥ ব্যতিক্রমী পন্থায় এক প্রতিবাদী নারী চরিত্র কমলা। তারই জীবনচরিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলাপুরাণ’। নির্মাণ করেছেন আমিনুর রহমান মুকুল। ২০১৩-২০১৪ সালের সরকারী অনুদানপ্রাপ্ত এবং স্টোরিবক্সের ব্যানারে নির্মিত ‘কমলাপুরাণ’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন সম্ভাবনাময়ী অভিনেত্রী প্রিয়াম অর্চি। তিনি ছাড়াও স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে অভিনয় করেছেন, কাজী ফয়সল, ফরিদ মজুমদার এবং জুঁথি, নিথর মাহবুবসহ আরও অনেকে। নারীর জীবনের নানা গ্লানি ও সঙ্কটের বিপরীতে এক প্রতিবাদী নারী চরিত্র কমলা। তার জীবনচরিত ‘কমলাপুরাণ’-নির্মাতা আমিনুর রহমান মুকুল নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি সম্প্রতি দিল্লীতে অনুষ্ঠিত ‘দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল ১৭’-তে ‘বেস্ট ডিরেক্টর এ্যাওয়ার্ড’ অর্জন করেছে। সেখানেই এ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়। দেশের পর্দায় প্রথম প্রদর্শনী হয় গত ১৯ মে। এবার চলচ্চিত্রটি দেশের বিভাগীয় শহরগুলোতে প্রদর্শনের পরিকল্পনা করছেন নির্মাতা। এ প্রসঙ্গে আমিনুর রহমান মুকুল বলেন, আমাদের দেশে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থার যে সঙ্কট তা মেনে নিয়েই আমরা সহসাই চলচ্চিত্রটি দেশের বিভাগীয় শহরগুলোতে প্রদর্শনীর পরিকল্পনা করছি। আশা করছি দর্শকদের সামনে চলচ্চিত্রটি নিয়ে পৌঁছাতে পারব। নির্মাতা আরও বলেন, আমাদের চারপাশে কমলার মতোই অসংখ্য নারী জীবনেরই একটি গল্প কমলাপুরাণ। চেয়েছি এক ব্যতিক্রমী পন্থায় এক প্রতিবাদী নারী চরিত্রকে ফুটিয়ে তুলতে। গৃহী কমলার পথে নেমে আসার পর থেকেই চলচ্চিত্রটির মূল গল্প শুরু হয়। কমলার প্রতিবাদীরূপ সমাজ সচেতনতায় ভূমিকা রাখলেই এ প্রয়াস সার্থক হবে। বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত এই চলচ্চিত্র প্রযোজিত হয়েছে। সমাজে ঘটে যাওয়া নিত্যদিনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয় কমলা। তার যাত্রাপথটি তাই ব্যতিক্রম। এই ব্যতিক্রমী কমলার পথচলা দেখতে উপভোগ করতে হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলাপুরাণ’।
×