ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রমজানের শুরুতে আফগানিস্তানে সহিংসতায় নিহত ৫০

প্রকাশিত: ০৩:৪১, ২৮ মে ২০১৭

রমজানের শুরুতে আফগানিস্তানে সহিংসতায় নিহত ৫০

ইসলামের পবিত্র মাস রমজানের প্রথমদিনে আফগানিস্তানে বিভিন্ন সহিংসতায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে হামলাকারীরা একটি ফুটবল মাঠের কাছে গাড়িবোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ১৪ জন নিহত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফুটবল মাঠের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলা চেষ্টার অংশ হিসেবে বিস্ফোরণটি ঘটানো হয়। এতে আরও আটজন আহত হয় বলে জানিয়েছেন খোস্তের জনস্বাস্থ্য বিভাগের প্রধান গুল মোহাম্মাদ্দিন মেঙ্গাল। বিস্ফোরণে নিহতদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে জানিয়ে মেঙ্গাল বলেন, ‘লাশগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই, তাই তারা বেসামরিক নাগরিক না নিরাপত্তা বাহিনীর লোক তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ একইদিন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাডঘিসের কাদিস জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের লড়াইয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। -বিবিসি হতাহতদের স্মরণে ম্যানচেস্টারে শীঘ্রই আরিয়ানার কনসার্ট ম্যানচেস্টারের কনসার্ট হলে গত সোমবারের বোমা হামলায় নিহত ও আহত দর্শক-শ্রোতাদের স্মরণে পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডি একটি শো করার জন্য আমেরিকা থেকে ম্যানচেস্টারে আসবেন। সোমবারের সন্ত্রাসী হামলায় কনকার্টে আগত নারী-পুরুষগণ এক অবর্ণনীয় নিষ্ঠুরতার শিকার হন। এতে ২২ জন নিহত ও ১১৭ জনের বেশি আহত হয়। আরিয়ানা বলেন, তাদের জন্য আমার হৃদয়ে প্রার্থনা ও গভীর সমবেদনা সর্বক্ষণ অনুরণিত হচ্ছে। আরিয়ানা বলেন, আমার ভক্তদের মাঝে সাহস সঞ্চারের মাধ্যমে তাদের অনুপ্রাণিত না করে বছরের বাকি দিনগুলো আমি কোথাও কাটাতে চাই না। এ পপ গায়িকা এক টুইটবার্তায় বলেন, যারা এ নির্মমতার বলি হয়েছে আমি বা অন্য কেউ তাদের কষ্ট বা বেদনার উপশম করতে পারবে না। তাই আমার পক্ষে সম্ভব সব ধরনের পন্থায় আমি তাদের কাজে লাগতে চাই। আগামী কনসার্টে প্রাপ্ত সম্মানী আমি নিহত, আহতদের পরিবারের সদস্যদের কল্যাণে ব্যয় করতে চাই। তিনি আশা প্রকাশ করেন, এ সহিংসতা ও সন্ত্রাস আগের চেয়ে আমাদের পরস্পরের কাছে আনতে, একে অপরকে আরও বেশি ভালবাসতে, আরও উচ্চকণ্ঠে গান গাইতে এবং আরও উদার ও আন্তরিকভাবে বাঁচতে শেখাবে। Ñবিবিসি। দুঃসাহসী লড়াই! যুক্তরাষ্ট্রের উইসকিনসনে এক গাড়িচোরের সঙ্গে মেলিসা স্মিথের লড়াই হয়। চোর গাড়ি চুরি করার সময় ওই নারী তার গাড়ির ওপর লাফিয়ে পড়েন এবং চোরের সঙ্গে প্রাণপণ লড়াই করতে থাকেন। যদিও তার এ লড়াই বেশ ঝুঁকিপূর্ণ ছিল তারপরও মেলিসার দৃঢ়তার কাছে চোর হাল ছেড়ে দিয়ে পালিয়ে যায়। -সিএনএন সবচেয়ে বড় পান্না... ব্রাজিলের উত্তরাঞ্চলীয় কারনাইবা এলাকার এক খনিতে তিন শ’ ৬০ কেজি ওজনের একটি পান্না পাওয়া গেছে। পান্নাটি ৪ দশমিক ৩ ফুট লম্বা। ভূমি থেকে দু’শ মিটার গভীরে এটি পাওয়া যায়। ইতোমধ্যে পান্নাটি বিক্রিও হয়ে গেছে। তবে নিরাপত্তার কারণে পান্নার ক্রেতা ও দাম জানানো হয়নি। এর আগে ২০০১ সালে ২০ কেজি ওজনের একটি পান্না পাওয়া যায়। -জাপান টাইমস
×